চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

চলমান পরিস্থিতি অপরিবর্তিত থাকবে আগামী ২৪ ঘণ্টা

আবহাওয়া ডেস্ক

২০ আগস্ট, ২০১৯ | ৭:৪৩ অপরাহ্ণ

দেশের বেশিরভাগ স্থানের আকাশ প্রায় পরিষ্কার থাকায় সার্বিকভাবে বৃদ্ধি পেয়েছে তাপমাত্রা। দেশের দু-এক জায়গায় ক্ষুদ্র ক্ষুদ্র স্থানকে কেন্দ্র করে হতে পারে স্বল্পকালীন বৃষ্টি বা বজ্রবৃষ্টি। চলমান আবহাওয়া পরিস্থিতি আগামী ২৪ ঘন্টায় প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দেশের কিছু কিছু স্থানে পুনরায় কিছুটা বাড়তে পারে বৃষ্টির পরিমাণ।

গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে, ৩৫ ডিগ্রী সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় টেকনাফে ২৫ ডিগ্রী সেলসিয়াস। আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সীতাকুন্ডে ১৮ মিলিমিটার।

চট্টগ্রামে আগামীকাল সূর্যোদয় ৫টা বেজে ৩৪ মিনিটে ও সূর্যাস্ত ৬টা বেজে ১৭ মিনিটে।

পূর্বকোণ/রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট