চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সুপারশপে কোরবানির গরু!

অনলাইন ডেস্ক

১৪ আগস্ট, ২০১৯ | ৬:০৫ অপরাহ্ণ

তুরস্কের একটি সুপারশপে অকস্মাৎ ঢুকে পড়ে একটি ষাঁড়। নাহ, কেনাকাটা করতে নয়, নিজের প্রাণ বাঁচাতেই বোধহয় সে আশ্রয় নিয়েছিলো সুপারশপটিতে। পবিত্র ঈদুল আজহার দিনে কোরবানির জন্য আনা ষাঁড়টি ঢুকে পড়ে স্থানীয় একটি সুপারশপে। এতে অপ্রস্তুত হয়ে পড়েন শপটিতে থাকা মানুষজন। ষাঁড়টির গুঁতোর ভয়ে হুড়োহুড়ি করে পালাতে থাকেন উপস্থিত লোকজন। লোকজনকে আতঙ্কিত হতে দেখে ষাঁড়টি যেনো আরো লাগামছাড়া হয়ে ওঠে। শপটিতে থাকা লোকজনকে তাড়া করতে থাকে সে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তুরস্কের দক্ষিণ-পূর্ব আদিয়ামান প্রদেশে এ ঘটনা ঘটে। পরে সিসিটিভির ফুটেজের সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

মঙ্গলবার (১৩ আগস্ট) তুরস্কভিত্তিক গণমাধ্যম ইয়েনি শাফাক তাদের ওয়েবসাইটে ২ মিনিট ১৫ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করে।

এতে দেখা গেছে, একটি ষাঁড় দৌড়ে স্থানীয় একটি শপে ঢুকে পড়ে। ষাঁড়টির পেছনে ছুটে চলেছে একজন। তবে ষাঁড়টি শপটিতে ঢুকে সেখানে থাকা লোকজনকে তাড়া করতে থাকে। পরে ষাঁড়টি ঘুরতে ঘুরতে বের হওয়ার সময় শপটির প্রবেশ পথে থাকা কাঁচের গ্লাসের ভেঙে পালিয়ে যায়।

পূর্বকোণ/ময়মী

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট