চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

যেভাবে দূর করবেন ‘ডেঙ্গুর’ বাহক

অনলাইন ডেস্ক

২০ জুলাই, ২০১৯ | ৪:০০ অপরাহ্ণ

ডেঙ্গু নিয়ে রাজধানীতে অসসুস্থতার মাত্রা বাড়ছে। চারিদিকে ডেঙ্গু, চিকেনগুনিয়া, ম্যালেরিয়ারও প্রকোপ বাড়ছে। মশার কামড় থেকে এসব রোগে সৃষ্ট হয়। কখনও কখনও এসব রোগ প্রাণঘাতী হয়ে ওঠে। এ কারণে যতটা সম্ভব বাড়ি থেকে মশা দূরে রাখা দরকার।

বৃষ্টির এই দিনে ঘরে বা ঘরের আশেপাশে যাতে পানি জমতে না পারে সেদিকে খেয়াল রাখুন। এছাড়া কয়েকটি ঘরোয়া পদ্ধতি অনুসরণ করেও ঘর থেকে মশা দুরে রাখা যায়। যেমন-

১. বাজারে পাওয়া ল্যাভেন্ডার ওয়েলের কয়ে ফোঁটা ঘরে ছিটিয়ে দিন। কোনও মশার ওষুধ লাগবে না। ল্যাভেন্ডার তেলের গন্ধে মশা ঘরে ঢুকবে না।

২. নিমতেল ঘরে ছড়ালেও মশা আসে না। এছাড়া ঘরের দরজা বা জানালার সামনে নিম গাছের ডালপাতাসহ রাখলে মশা ঘরে ঢোকে না।

৩. কফি পাউডার পানিতে মিশিয়ে ঘরের এক কোণে রাখুন।গন্ধে মশা ঘরে আসবে না।

সাধারণত মশা কামড়ানোর সঙ্গে সঙ্গে এক ধরনের জ্বলুনি হয়। বিপদ এড়াতে সঙ্গে সঙ্গে ওই জায়গায় আপেল সিডার ভিনেগার লাগান। এছাড়া শরীরের যে জায়গায় জ্বলুনি অনুভূত হবে সেখানে কাঁচা পেঁয়াজ অথবা কাটা রসুন লাগাতে পারে। এতে সংক্রমণের সম্ভাবনা কমবে।

সূত্র : নিউজ এইট্টিন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট