চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আংশিক চন্দ্রগ্রহণ বুধবার

অনলাইন ডেস্ক

১৫ জুলাই, ২০১৯ | ১:৫৪ অপরাহ্ণ

আগামী বুধবার (১৭ জুলাই) আংশিক চন্দ্রগ্রহণ ঘটবে। সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশে গ্রহণটি দেখা যাবে। গ্রহণটি ভারত মহাসাগরে মরিশাসের পূর্বদিক থেকে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে সেন্ট হেলেনা অ্যাসেনশিওন ও ত্রিস্তান দ্য কুনহা দক্ষিণ-পশ্চিম দিক পর্যন্ত দেখা যাবে।

ওইদিন রাত ১২টা ৪২ মিনিট ১২ সেকেন্ড বিএসটিতে গ্রহণটি শুরু হয়ে সকাল ৬টা ১৯ মিনিট ২৪ সেকেন্ড বিএসটিতে শেষ হবে।



ওইদিন বিকেল ৩টা ৩০ মিনিট ৪৮ সেকেন্ড বিএসটিতে সর্বোচ্চ গ্রহণ ঘটবে। গ্রহণটির সর্বোচ্চ মাত্রা হবে শূন্য দশমিক ৬৫৮।

চন্দ্রগ্রহণে পৃথিবীর কাছাকাছি চাঁদ চলে গেলে তা দেখতে তুলনামূলক বড় হয়। তখন সেই চাঁদকে সুপার মুনও বলা হয়। এমন পরিস্থিতিতে চাঁদের উজ্জ্বলতা তুলনামূলক বেশি মনে হয়। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার তথ্যমতে, চাঁদ নিজের কক্ষপথে আবর্তনের যে পর্যায়ে পৃথিবীর খুব কাছে চলে আসে, তখন সুপার মুন দেখা দেয়। এ সময় পৃথিবী থেকে চাঁদকে ১৪ শতাংশ বড় দেখায়। এর উজ্জ্বলতাও বেড়ে যায় ৩০ শতাংশ পর্যন্ত।

পূর্বকোণ/ময়মী

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট