চট্টগ্রাম শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

পটিয়ায় এবিটস গোল্ডকাপ ফুটবলে শিকলবাহা কালাপোল ও বখতিয়ার সোসাইটির জয়

নিজস্ব সংবাদদাতা হ পটিয়া

২৮ ডিসেম্বর, ২০১৯ | ২:১২ পূর্বাহ্ণ

পটিয়ার জিরি এবিটস গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের তৃতীয় ও চতুর্থ খেলা গতকাল জিরি খলিল মীর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টের খেলায় দুপুর ২টায় মুখোমুখী হয় কর্ণফুলীর শিকলবাহা কালারপোল ক্রীড়া সংস্থা বনাম কক্সবাজার পেকুয়া মগনামা এফসি। বিকাল ৪টায় অপর খেলায় মুখোমুখি হয় চট্টগ্রাম কাপাসগোলা বনাম আনোয়ারা বখতিয়ার সোসাইটি। প্রথম খেলায় কর্ণফুলী কালারপোল ক্রীড়া সংস্থা কক্সবাজার পেকুয়া মগনাকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে মাঠ ছাড়ে। দ্বিতীয় খেলায়ও দর্শকদের চমক লাগিয়ে আনোয়ারা বখতিয়ার সোসাইটি ৬-০ গোলের বিশাল ব্যবধানে হারায় চট্টগ্রাম কাপাসগোলাকে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন কারাপোল ক্রীড়া সংস্থার মো. রিফাত ও আনোয়ারা বখতিয়ার সোসাইটির নাইজেরিয়ান খেলোয়াড় লবি বাবা লুলু। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার প্রাপ্ত শিকলবাহা ক্রীড়া সংস্থার খেলোয়াড় মো. রিফাত ও আনোয়ারা বখতিয়ার সোসাইটির নাইজেরিয়ান খেলোয়াড় ললি বাবা লুলা’র হাতে পুরস্কার তুলে দেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি এম ইদ্রিস চৌধুরী অপু। এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এবিটস’র প্রতিষ্ঠাতা সদস্য জায়দুল হক তপু, হাসেম বাহাদুর, এমরান হোসেন, জাহাঙ্গীর আলম, বেলাল উদ্দিন, মোহাম্মদ রায়হান, মোহাম্মদ কাদের।

শেয়ার করুন