চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মাঠে ফিরলেন মোশাররফ, করলেন বোলিং

২৩ আগস্ট, ২০১৯ | ১২:২৯ পূর্বাহ্ণ

গত আসরে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্রেইন টিউমার ধরা পড়ে জাতীয় দলের খেলোয়াড় মোশাররফ রুবেলের। তারপর সিঙ্গাপুরে এর চিকিৎসাও করেন। চিকিৎসা সম্পূর্ণ শেষ না হলেও মাঠে ফিরেছেন তিনি। নিয়েছেন বল হাতেও এবং জালে বোলিংও করেছেন। বিরতি দিয়ে কেমোথেরাপি চলছেই, এরই মাঝে গতকাল বিসিবি একাডেমিতে অনুশীলন করেন রুবেল। জিমে সময় কাটানোর পাশাপাশি ধীরে ধীরে দৌড়াচ্ছেন, এমনকি বোলিংও করেছেন। দীর্ঘদিন পর ক্রিকেট মাঠের প্রিয় তারকাকে দেখতে পেয়ে সংশ্লিষ্ট সবাই ছিলেন খুশি। মাঠে ফিরতে মরিয়া রুবেল নিজেও যেনো তৃপ্তি খুঁজে পেলেও মাঠের ছোঁয়া পেয়ে। জানিয়েছেন, অক্টোবর থেকে শুরু হতে যাওয়া জাতীয় ক্রিকেট লিগ দিয়ে আবারো ক্রিকেটে ফিরতে চান পুরোদমে। খেলতে চান আগামী ডিসেম্বরে অনুষ্ঠিতব্য বাংলাদেশ প্রিমিয়ার লিগেও। তবে রোগ যাতে ফের মাথাচাড়া দিয়ে না ওঠে তা নিশ্চিত করার জন্য এরই মাঝে চালিয়ে যেতে হবে কেমোথেরাপি। রুবেল বলেন, ‘হালকা জিম করেছি। পাঁচ মাস পর শুরু করলাম। আবার মাঠে ফিরতে চাই। ডাক্তার আমার সবকিছু টেস্ট করেছেন, সবই আগের মতো আছে। এখন আস্তে আস্তে দৌড় শুরু করার জন্য বলা হয়েছে। অক্টোবর থেকে জাতীয় লিগে খেলতে পারবো কি না জিজ্ঞেস করেছিলাম, বলেছে পারবো।’ রুবেলের সুস্থতা এখন যতোটা না শারীরিক, তার চেয়েও বেশি মানসিক ব্যাপার। ‘যুদ্ধজয়ে’র পর আত্মপ্রত্যয়ী রুবেলের কাছে এই মানসিক শক্তি কঠিন কিছু নয়, তা প্রমাণ করেছেন বল হাতে নিয়েই। তিনি বলেন, ‘যে চিকিৎসা বা বড় অস্ত্রোপচার হলো এটার বাকি অংশ এখন পুরোপুরি মানসিক ব্যাপার। -ইন্টারনেট

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট