চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের মিশন শুরু আজ

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক

২৩ আগস্ট, ২০১৯ | ১২:২৮ পূর্বাহ্ণ

ভারতের পশ্চিমবঙ্গের কল্যানিতে ইতিমধ্যে শুরু হয়ে গেছে সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপ। এতে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের দলের মিশন শুরু হচ্ছে আজ। শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে ভারতে যাওয়া বাংলাদেশ দলের প্রতিপক্ষ ভুটান। যে ভুটান বুধবার থেকে শুরু হওয়া টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ২-৩ গোলে শ্রীলংকার কাছে পরাজিত হয়। স্বাগতিক ভারত এ টুর্নামেন্টে ফেভারিটের তকমা লাগিয়ে নিজস্ব প্রথম ম্যাচেই ৫-০ গোলে নেপালকে হারিয়েছে। তবে বাংলাদেশও ছেড়ে কথা বলবে না। এর আগে এক প্রস্ততিতে ম্যাচে বাংলাদেশ দল ৩-১ গোলে স্থানীয় ইউনাইটেড স্পোর্টস ক্লাবের বিপক্ষে জিতে তার কিঞ্চিং আভাসও দিয়েছে। এ টুর্নামেন্টের আয়োজক ভারত হলেও সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। ফুটবলবোদ্ধাদের ধারণা এবারের শিরোপা লড়াইটা হবে আয়োজক আর চ্যাম্পিয়নদের মধ্যে। টুর্নামেন্টটি ভারতের মাটিতে বলেই চ্যালেঞ্জটা বেশি বাংলাদেশের কিশোরদের। দক্ষিণ এশিয়ার কিশোরদের ফুটবলের ৫ আসরের মধ্যে দুইবার চ্যাম্পিয়ন বাংলাদেশ। গত বছর নেপালে বাংলাদেশ শিরোপা উদ্ধার করেছিল ফাইনালে পাকিস্তানকে টাইব্রেকারে হারিয়ে। গতবারের রানার্স আপ পাকিস্তান এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে না। এর কারণে খেলার ফরমেটও পরিবর্তন করা হয়েছে। এতে ৫টি দলের প্রত্যেকেই একে অপরের বিরুদ্ধে একবার করে খেলবে। শেষ দিকে পয়েন্ট তালিকার সেরা দু-দল নিয়ে ফাইনাল অনুষ্ঠিত হবে। বাংলাদেশ পরের ম্যাচে আগামী ২৫ আগস্ট শ্রীলংকা, ২৭ আগস্ট নেপাল এবং ২৯ আগস্ট স্বাগতিক ভারতের বিরুদ্ধে খেলতে নামবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট