চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

‘এত রিপোর্টার’

২২ আগস্ট, ২০১৯ | ১:৩৬ পূর্বাহ্ণ

জনাকীর্ণ সংবাদ সম্মেলন। রাসেল ডোমিঙ্গো ও শার্ল ল্যাঙ্গাভেল্ট ঢুকতেই একটু হুড়োহুড়ি-ছুটোছুটি। ক্যামেরার শাটার চলল ক্রমাগত। ডমিঙ্গো ঢুকেই পাশে থাকা বিসিবির মিডিয়া ম্যানেজারের দিকে তাকিয়ে হাসলেন, ‘মাই গুডনেস…এত লোক!’ ক্রিকেটের প্রতি এই দেশের মানুষের আবেগের সঙ্গে অবশ্য তার পরিচয় হয়েছে আগেই। বাংলাদেশের নতুন কোচ জানালেন, ক্রিকেটের প্রতি এই দেশের লোকের ভালোবাসাই তাকে আগ্রহী করেছে নতুন এই দায়িত্ব নিতে। গতকাল ছিল জাতীয় দলের নতুন কোচ ও বোলিং কোচের প্রথম সংবাদ সম্মেলন। তাই যেন তিল ধারণের ঠাঁই ছিল না কক্ষে। নতুন কোচ জানালেন, ক্রিকেটের প্রতি এই দেশের লোকের এত আগ্রহ দেখেই তার ভেতরে আগ্রহ জেগেছে এখানে কাজ করার। ‘দক্ষিণ আফ্রিকায় কোনো বড় ম্যাচের আগেও সংবাদ সম্মেলনে হয়তো ৮-৯ জন রিপোর্টার দেখা যায়। এখানে যত লোক, আমি জীবনেও এত রিপোর্টার দেখিনি। গতকালকে (পরশু) বিমানবন্দরে মনে হয় শখানেক রিপোর্টার ছিল। পুলিশকে গিয়ে সামলাতে হয়েছে। পাগলাটে ব্যাপার-স্যাপার। এখানে ক্রিকেটের প্রতি এই আবেগই আমাকে সবচেয়ে বেশি স্পর্শ করে। ক্রিকেটের তুমুল জোয়ার এখানে। এটিই আমাকে বাংলাদেশের প্রতি আগ্রহী করে তুলেছে।’

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট