চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

পাকিস্তানকে না বলে দিয়েছেন হেসন

২২ আগস্ট, ২০১৯ | ১:৩৭ পূর্বাহ্ণ

বিশ্বকাপের পর মিকি আর্থারের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ায়নি পাকিস্তান। তার ফাঁকা জায়গা কাকে দিয়ে ভরাট হবে তা ভেবে কুল পাচ্ছে না দেশটির বোর্ড। পছন্দমতো বিদেশী কোচ খুঁজে পাচ্ছে না পিসিবি। ২৬ আগস্টের মধ্যে আবেদনের শর্ত দিয়ে কোচের খোঁজে নেমেছে পিসিবি। এরইমধ্যে অনেক আবেদন জমা পড়লেও বড় মানের কোচরা তেমন আগ্রহ দেখাচ্ছেন না পাকিস্তানে যেতে। একদিন আগের খবর, পিসিবির পছন্দের তালিকায় নিউজিল্যান্ডের সাবেক কোচ মাইক হেসন, ইসলামাবাদ ইউনাইটেডের অস্ট্রেলিয়ান কোচ ডিন জোন্সের নাম থাকলেও দুজনের কাছ থেকে খুব একটা সাড়া পাচ্ছে না বোর্ডটি। পাকিস্তানের মিডিয়া জানাচ্ছে, মূলত বোর্ডের প্রস্তাবিত বেতন-ভাতা কাঠামো পছন্দ হয়নি নামীদামী কোচদের। তার সঙ্গে জড়িয়ে আছে নিরাপত্তার বিষয়টিও। উভয় দিক বিবেচনা করে সবাই নিজেদের দূরে রাখছেন পাকিস্তানের কোচ হওয়ার ইচ্ছা থেকে। এরমধ্যে হেসন নাকি পাকিস্তানের প্রস্তাব প্রত্যাখ্যানই করেছেন। এমনটাই জানাচ্ছে নিউজিল্যান্ডের মিডিয়া। দেশটির ‘স্টাফ ডট কো ডট এনজেড’ পত্রিকা তাদের এক রিপোর্টে বলছে, পাকিস্তানের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন সাবেক কিউই কোচ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট