চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

‘এশেজ জিততে এসেছি, বাউন্সার যুদ্ধে নামতে নয়’

২২ আগস্ট, ২০১৯ | ১:৩২ পূর্বাহ্ণ

‘আর্চারের বলে স্টিভেন স্মিথ মাথায় আঘাত পাওয়ায়, তার বদলে দ্বিতীয় ইনিংসে নেমেছিলাম আমি। যথারীতি দ্বিতীয় ইনিংসে আমাকে প্রথম বলটাই করা হয়েছিল বুক বরাবর বাউন্সার। আমি অবাক হইনি যদিও’- কথাগুলো বলেছিলেন চলতি এশেজের লর্ডস টেস্টে স্মিথের পরির্বতিত খেলোয়াড় মার্নাস লাবুশেন। আজ থেকে শুরু হওয়া হেডিংলিতে সিরিজের তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়াও প্রস্তুত হবে একের পর এক বাউন্সারের অস্ত্র নিয়ে। যে কারণে দলে ফেরানো হতে পারে গতিতারকা মিচেল স্টার্ককে। যিনি দ্রুতগতির বাউন্সারে হেলমেট উড়িয়ে দিতে পারবেন ইংলিশ ব্যাটসম্যানদের। তবে অসি কোচ জাস্টিন ল্যাঙ্গারের মাথায় রয়েছে ভিন্ন পরিকল্পনা। তার স্পষ্ট মন্তব্য হলো শুধু একের পর এক বাউন্সার করে আর ক্রিকেটারদের মাথা, ঘাড়ে, হাতে কালশিটে দাগ বসিয়ে ম্যাচ জেতা সম্ভব না। তার দল ইংল্যান্ডে গিয়েছে এশেজ জিততে, ক্রিকেটার মারার যুদ্ধে নামতে নয়। তাই তো সংবাদ সম্মেলনে ল্যাঙ্গার বলেন, ‘ইংল্যান্ডকে হারানোর জন্য কোন পরিকল্পনা দরকার তা আমাদের জানা আছে। আমরা কখনোই এমন কিছু করবো যা আমাদের আবেগতাড়িত করে একের পর এক বাউন্সার করার জন্য উদ্বুদ্ধ করবে। আমরা এখানে টেস্ট জিততে এসেছি, কয়টা হেলমেট ভাঙতে পারলাম সে হিসেব করতে নয়। এটাই সত্যি, আমরা শুধু ম্যাচটাই জিততে চাই এবং সেজন্য আমাদের পরিকল্পনা মোতাবেকই এগুবো আমরা।’

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট