চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

কিংস কাপ সেপাক টাকরো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশ নিতে বাংলাদেশ দল থাইল্যান্ড যাচ্ছে কাল

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক

২২ আগস্ট, ২০১৯ | ১:৩১ পূর্বাহ্ণ

দলের নাম বাংলাদেশ জাতীয় সেপাক টাকরো। এ দলের কোচ লুৎফুল করিম সোহেল, ম্যানেজার নিজামউদ্দিন নিজু, অধিনায়ক রাকিবুলসহ ৩জন খেলোয়াড়, এমন কি স্পন্সর প্রতিষ্ঠান ‘কে এন হারবার কনসোর্টিয়াম’ও চট্টগ্রামের। তাইতো, আগামীকাল ২৩ আগস্ট থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য ৩৪ তম কিংস কাপ সেপাক টাকরো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশ নিতে যাওয়ার প্রাক্কালে বাংলাদেশ জাতীয় সেপাক টাকরো দলের সংবাদ সম্মেলনটা গতকাল চট্টগ্রামেই সম্পন্ন হয়েছে। অবশ্য এতে আকুণ্ঠ সমর্থন রয়েছে বাংলাদেশ জাতীয় সেপাক টাকরো এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক ঢালী’র।
থাইল্যান্ডগামী জাতীয় সেপাক টাকরো দলের কোচ এবং বাংলাদেশ জাতীয় সেপাক টাকরো এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক লুৎফুল করিম সোহেল গতকাল চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতি কনফারেন্স হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় সমিতির প্রচার সম্পাদক তৌফিক হোসেন, অর্থ সম্পাদক মো. নুরুল আফসার, বিনোদন ও সাংস্কৃতিক সম্পাদক আরিফুল ইসলাম, সদস্য আব্দুর সবুর, মারুফ খান ও শাহীন মাহামুদ সানি এবং সিজেকেএস সেপাক টাকরো কমিটির সদস্য আল মামুনুল করিম বিদ্যুৎ এবং চ্যাম্পিয়নশিপে আমপায়ার হিসেবে দায়িত্বপ্রাপ্ত সাইফুল্লাহ মুনির প্রমূখ উপস্থিত ছিলেন। আগামী ২৫ আগস্ট থেকে ১ সেপ্টেস্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টে ১৮ সদস্য বিশিষ্ঠ বাংলাদেশ দল অংশ নেবে। জাতীয় সেপাক টাকরো এসোসিয়েশন নিজস্ব তহবিল থেকে ভিসা পোষাক পরিচ্ছদের ব্যয়ভার বহন করেছে। এছাড়া দলের আসা যাওয়াসহ আনুসাঙ্গিক খরচ বহন করছে ‘কে এন হারবার কনসোর্টিয়াম’। প্রতিষ্ঠানটি এর আগেও চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে হকি, হ্যান্ডবল ও দাবা লিগে পৃষ্টপোষকতা করেছিলো। এ টুর্নামেন্টে বাংলাদেশ দল টিম ইভেন্ট, রেগু ইভেন্ট ও ডাবল ইভেন্টে অংশ নেবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট