চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

কলম্বো টেস্টে স্পিনার যোগ করলো শ্রীলংকা

২২ আগস্ট, ২০১৯ | ১:৩১ পূর্বাহ্ণ

দারুণ জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করেছে শ্রীলংকা। গল টেস্ট জেতার পর সিরিজ নিশ্চিত করতে স্বাগতিকরা কলম্বোয় নামছে দ্বিতীয় ও শেষ টেস্টে। আজ থেকে শুরু হতে যাওয়া এই টেস্টে বাড়তি স্পিনার যোগ করেছে লঙ্কানরা। দলে ফিরেছেন অফস্পিনার দিলরুয়ান পেরেরা। চোটের কারণে গল টেস্টে খেলা হয়নি তার। ফিটনেস পরীক্ষায় উতরে এই স্পিনারের দলে ফেরা শ্রীলংকার বোলিং লাইনআপে নিশ্চিতভাবেই বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। তাছাড়া আকিলা ধনাঞ্জয়ার বোলিং একশন আবার প্রশ্নবিদ্ধ হওয়ায় কলম্বো টেস্টে তার খেলা নিয়েও জন্মেছে সংশয়। এই পরিস্থিতিতে দিলরুয়ানের ফেরাটা শ্রীলংকার জন্য স্বস্তির খবরই। গত বছর দেশের বাইরের সিরিজগুলো খুব বাজে কেটেছিল ৩৭ বছর বয়সী স্পিনারের। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরে খেলা চার টেস্টে ১৬৫ ওভার বল করে পেয়েছিলেন মাত্র ৬ উইকেট। লাল বলের ক্রিকেটে তার শেষ ম্যাচটি অস্ট্রেলিয়ার বিপক্ষে, ক্যানবেরার ওই খেলায় উইকেটশূন্য ছিলেন দিলরুয়ান। উত্তেজনা ছড়ানো গল টেস্টে নিজেদের শক্তি দেখিয়েছে শ্রীলংকা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচেই নামের পাশে যোগ করেছে তারা ৬০ পয়েন্ট। কিউইদের দেওয়া ২৬৮ রানের লক্ষ্য ৪ উইকেট হারিয়ে টপকে পেয়েছে ৬ উইকেটের জয়। কলম্বো টেস্ট ড্র করতে পারলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে স্বাগতিকদের।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট