চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

এএফসি কাপে আবাহনীর ইতিহাস

স্পোর্টস ডেস্ক

২২ আগস্ট, ২০১৯ | ১:৩১ পূর্বাহ্ণ

বাংলাদেশে আধুনিক ফুটবলের জনক ঢাকা আবাহনী ক্যারিয়ার সেরা পারফরমেন্স দেখিয়েছে। গতকাল ইন্টার জোনাল প্লে অফ সেমিফাইনালের প্রথম ম্যাচে রীতিমতো উৎরে যাওয়া আবাহনী উৎসবের রেণু ছড়ানো এক ম্যাচে ৪-৩ গোলে উত্তর কোরিয়ান ক্লাব এপ্রিল টুয়েন্টি ফাইভকে বিধ্বস্থ করেছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে প্রথমার্ধ ২-১ গোলে এগিয়ে ছিল ঢাকা আবাহনী। দু-দল আগামী ফিরতি পর্বে আগামী ২৮ আগস্ট মুখোমুখি হবে। খেলাটি উত্তর কোরিয়াতে অনুষ্ঠিত হবে। শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে আবাহনী লিমিটেড এগিয়ে যাওয়ার পর উত্তর কোরিয়ার দল এপ্রিল টোয়েন্টিফাইভ দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল। তবে শেষ রক্ষা হয়নি। শুরু থেকে পাঁচ ডিফেন্ডার নিয়ে রক্ষণ জমাট রেখে শুরু থেকে আক্রমণও শানাতে থাকে আবাহনী। তৃতীয় মিনিটে সাদ উদ্দিনের ভলি, পরের মিনিটে কেরভেন্স ফিলস বেলফোর্টের প্রচেষ্টা লক্ষ্যে থাকেনি। দশম মিনিটে মামুন মিয়া ডি-বক্সের ভেতর থেকে ক্রসবারের ওপর দিয়ে উড়িয়ে মারলে হতাশা বাড়ে স্বাগতিকদের। উত্তর কোরিয়ার চ্যাম্পিয়নদের রক্ষণে কাঁপন ধরিয়ে দেওয়া আবাহনী ৩৩তম মিনিটে এগিয়ে যায় সোহেল রানার দুর্দান্ত গোলে। নাবীব নেওয়াজ জীবনের ব্যাক হিলের পর ডি-বক্সের বাইরে থেকে সোহেলের বাঁ পায়ের বুলেট গতির শট জালে জড়ায়। আবাহনীর এগিয়ে যাওয়ার আনন্দ টেকে মাত্র দুই মিনিট। ডি-বক্সের একটু ওপর থেকে ডিফেন্ডারদের বোকা বানিয়ে নিখুঁত শটে সমতা ফেরান চো জোং হিয়োক। প্রথমবারের মতো এএফসি কাপের নকআউট পর্বে ওঠা আবাহনী ফের ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ৩৭তম মিনিটে। রায়হান হাসানের লম্বা থ্রো এক ডিফেন্ডার ফেরানোর পর পেয়ে যান ওয়ালী ফয়সাল। এই ডিফেন্ডারের থ্রু পাস ধরে প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন গত লিগে ১৬ গোল করা জীবন। দ্বিতীয়ার্ধে গোছালো ফুটবল খেলা অতিথিরা সমতায় ফেরে ৫৫তম মিনিটে। রিম চোল মিনের কোনাকুনি শটে পরাস্ত হন গোলরক্ষক শহীদুল। দুই মিনিট পরই গ্যালারিতে আসা আবাহনীর সমর্থকেরা ফের এগিয়ে যাওয়ার উৎসবে মাতে। টুটুল হোসেন বাদশার লব ধরে নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবা আগুয়ান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে লক্ষ্যভেদ করেন। ৬১তম মিনিটের গোলে ম্যাচে চালকের আসনে বসে যায় আবাহনী। বেলফোর্টের বাড়ানো বল ধরে দুই ডিফেন্ডারকে কাটিয়ে ঠা-া মাথায় স্কোরলাইন ৪-২ করেন গত লিগে ২০ গোল করা সানডে। ৭৬তম মিনিটে পাক সং রকের হেডে ম্যাচে ফেরে উত্তর কোরিয়ার লিগের ১৮বারের চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধের যোগ করার সময়ে প্রতিপক্ষের একটি আক্রমণ পোস্টে লেগে ফিরলে বেঁচে যায় আবাহনী।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট