চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

২য় বিভাগ ক্রিকেটে ৩য় দল হিসেবে সুপার ফোর পর্বে উঠেছে কর্ণফুলী ক্লাব

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক

২১ আগস্ট, ২০১৯ | ১:৩৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ২য় বিভাগ ক্রিকেট লিগে ৩য় দল হিসেবে সুপার ফোর পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে কর্ণফুলী ক্লাব। গতকাল এ লিগের খেলায় আবাহনী জুনিয়রকে ৭৪ রানে হারিয়ে তারা এ যোগ্যতা অর্জন করেছে। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলায় টসে জিতে আগে ব্যাট করে কর্ণফুলী ক্লাব নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৭ রান করে। জবাবে আবাহনী জুনিয়র ৪৪.২ ওভারে ১৫৩ রানে সবকটি উইকেট হারায়। উল্লেখ্য আবাহনী জিতলে তারাই সুপার ফোরের টিকিট পেতো। বৃষ্টি এবং পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বেশ কয়েকদিন চট্টগ্রাম ২য় বিভাগ ক্রিকেট লিগের খেলা বন্ধ থাকার পর গতকাল থেকে ফের শুরু হওয়া এ ম্যাচে কর্ণফুলী ক্লাবের হয়ে লোকমান আলী সর্বোচ্চ ৬৬ রান করেন ৬১ বলে ৪ চার ও ৫টি ছক্কার মারের মাধ্যমে। এছাড়া মনিরুল ইসলাম ২৫ (৩চার), সজীব মিয়া ২৪ (২চার), আব্দুল মজিদ ২৩ (২চার), কাজী মো. আজমল অপ: ১১, আমজাদ রায়হান ১১ (১চার), নুরুল আমিন ফাহিম ১০ (২চার) ও মশিউর রহমান ১০ রান করেন। অতিরিক্ত খাতে ৩০ রান যোগ হয়। আবাহনী জুনিয়রের মাইমুনুল ৪৬ রানে ৩টি, ফয়জুল ইসলাম ২১ রানে ২টি, আরমান খান ৪৬ রানে ২টি এবং তানজিম কবির ৩৬ ও রাহাত হোসেন ৪৩ রানে ১টি করে উইকেট নেন। আবাহনী জুনিয়রের ইনিংসে আরমান খান ৪১ (৪চার/১ছক্কা), তানজিম কবির ২৫ (১চার/২ছক্কা), রিফাত হোসেন ১৪ (২চার) ও সৈয়দ আবিদুল আলম ১৪ রান করেন। অতিরিক্ত খাতে ১৮ রান আসে। কর্ণফুলী ক্লাবের মনিরুল ইসলাম ২০ ও মোরশেদ আল করিম ৩৩ রানে প্রত্যেকে ৩টি করে এবং কাজী মো. আজমল ১৪ রানে ২ উইকেট দখল করেন। আজকের খেলায় (২১ আগস্ট) বার্ডস স্পোর্টস ক্লাব ও টাউন ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট