চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

ঢাকায় পৌঁছেছেন রাসেল ডোমিঙ্গো

ক্রীড়া প্রতিবেদক

২০ আগস্ট, ২০১৯ | ৬:৩৯ অপরাহ্ণ

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশ দলের নতুন হেড কোচ রাসেল ডোমিঙ্গো পা রাখলেন ঢাকায়। দক্ষিণ আফ্রিকান এ কোচ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিকেল ৫টায় এসে পৌঁছেন। বিমানবন্দর থেকে সরাসরি গুলশানের আমারি পাঁচ তারকা হোটেলে যান তিনি। আপাতত সেখানে অবস্থান করবেন। তারপর বাসা ঠিক হলে সেখানে গিয়ে উঠবেন। বুধবার (২১ আগস্ট) সকালে শেরে বাংলায় জাতীয় দলের প্র্যাকটিসে যাবেন টাইগারদের নতুন কোচ। সাধারণত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওয়াসিম খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, হেড কোচের স্বদেশি ফাস্ট বোলিং কোচ চার্লস ল্যাঙ্গাভেল্ট এরই মধ্যে বাংলাদেশে চলে এসেছেন। মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ৯টায় ঢাকায় পা রাখেন ল্যাঙ্গাভেল্ট। এ মুহূর্তে তিনিও অবস্থান করছেন গুলশানের পাঁচ তারকা আমারি হোটেলে।

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির ম্যানেজার সাব্বির খান শাফিন আজ মঙ্গলবার (২০ আগস্ট) সকালে জানান, আজ নেইল ম্যাকেঞ্জি আসছেন না। তার আসতে আরো কদিন দেরি হবে। আগামী সপ্তাহের শুরু থেকে নতুন কোচিং স্টাফের অধীনে শুরু হবে ক্রিকেট প্র্যাকটিস ও স্কিল ট্রেনিং। যদিও ব্যক্তিগত পর্যায়ে রিয়াদ, মুশফিক, লিটন, মিরাজ, মোসাদ্দেক ও তাইজুলরা শেরে বাংলার সেন্টারে ঝালিয়ে নিচ্ছেন উইকেটে ব্যাটিং, বোলিংটাও।

পূর্বকোণ/রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট