চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

নতুন উসাইন বোল্ট

২০ আগস্ট, ২০১৯ | ১:৫৯ পূর্বাহ্ণ

উসাইন বোল্টকে চেনেননাএমন ক্রীড়ামোদীমানুষখুঁজেপাওয়া দুষ্কর। জ্যামাইকান এই গতিদানবকেপৃথিবীরসর্বকালের দ্রুততমমানববলা হয়। তিনিপাঁচবারবিশ্বরেকর্ড গড়েছেন। বোল্ট ১০০ মিটার দৌড় ৯.৫৮ সেকেন্ডেএবং ২০০ মিটার দৌড় ১৯.১৯ সেকেন্ডে শেষ করেবিশ্বরেকর্ডটানিজের দখলে রেখেছেন। তারধারেকাছেও নেইআর কোনোস্প্রিন্টার। ভবিষ্যতেও আসবেকিনা, সন্দেহআছে। তবে এই এশিয়াতেইযদি এমন দ্রুততম কোনোমানবপাওয়াযায়, তবে কেমনহবে? ভারতীয়উপমহাদেশেরমানুষদেরআশা দেখাচ্ছেনমধ্যপ্রদেশের ১৯ বছরবয়সী এক যুবক, নামরামেশ্বর গুরজার। খালিপায়েমাত্র ১১ সেকেন্ডেতার ১০০ মিটার দৌড়েরএকটিভিডিওইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালহয়ে গেছে। যেটানজরেএসে গেছে মধ্যপ্রদেশের ক্রীড়ামন্ত্রীরও। ভোপালেরটিটিনগর স্টেডিয়ামে‘স্পিড টেস্টে’রজন্য ডাকাহয়েছে এই যুবককে।
এ নিয়ে গুরজারবলেন, ‘আমিআমারহারিয়েযাওয়ামহিষগুলোকেখুঁজছিলাম। এ সময় ক্রীড়ামন্ত্রীর ফোনপাই। আমিটিভিতেউসাইন বোল্টকে দেখেছি। আমিসবসময়ভাবতাম, ভারতীয়রা কেনতার রেকর্ড ভাঙতেপারবেনা! আমারআশা, যদি ঠিকমতোসুযোগসুবিধা ও ট্রেনিংপাই, তবেতার রেকর্ড ভাঙতেপারব।’-ইন্টারনেট

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট