চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সিনসিনাটি মাস্টার্স মেদভেদেভের

স্পোর্টস ডেস্ক

২০ আগস্ট, ২০১৯ | ১:৫৯ পূর্বাহ্ণ

নোভাক জোকোভিচকে সেমিফাইনালেবিদায় দিয়েছেনরাশিয়ার দানিল মেদভেদেভ। সিনসিনাটিমাস্টার্সে সেই মেদভেদেভইজিতেছেননিজেরক্যারিয়ারেরপ্রথমএটিপিমাস্টার্স শিরোপা। সরাসরি সেটেহারিয়েছেন বেলজিয়ামের ডেভিডগফিনকে। ফাইনালেরপ্রথম সেটটিপ্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও শেষ পর্যন্তবিজয়ীহয়েছেন মেদভেদেভ। হারিয়েছেন ৭-৬, ৬-৪ গেমে। এই জয়ের পর র‌্যাংকিংয়েওউন্নতিহতেযাচ্ছে ২৩ বছরবয়সী এই রাশিয়ানের। আট থেকে উঠে আসেনপাঁচে। মন্ট্রিয়লেফাইনালে পৌঁছালেওশিরোপাবঞ্চিতহয়েছিলেন মেদভেদেভ। অবশেষেশিরোপাজিততে পেরে বিস্ময়করঅনুভূতিরকথাবলছেনতিনি, ‘এই তিনসপ্তাহেঅসংখ্য সমর্থন পেয়েছি। অবশেষেট্রফিউঁচিয়েধরতেপারারঅনুভূতিটা বিস্ময়করলাগছে।’এদিকে মেয়েদের এককে বিজয়ীহয়েছে মেডিসনকিস। ফাইনালেতিনিহারিয়েছেন দুটিগ্র্যান্ড স্লামবিজয়ীসভেতলানাকুজনেতসোভাকে। তারজয়টাছিল ৭-৫, ৭-৬ (৭-৫) গেমে। এই জয়ের‌্যাংকিংয়েওপ্রভাব ফেলছেকিসের। ১৮ নম্বর থেকে চলেআসেনশীর্ষ দশে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট