চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সাইফুদ্দিন বিষয়ে সিদ্ধান্ত এক সপ্তাহ পর

নতুন ক্রিকেটার খোঁজার পরিকল্পনা বিসিবির

স্পোর্টস ডেস্ক

২০ আগস্ট, ২০১৯ | ১:৫৭ পূর্বাহ্ণ

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সোমবার থেকে শুরুহয়েছেবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের চারদিনেরকন্ডিশনিংক্যাম্প। সেখানেডাক পেয়েছেন এক ঝাঁকনতুনমুখসহ ৩৬ ক্রিকেটার। এদেরমধ্যে সাকিবআলহাসানএখনওছুটিকাটিয়ে যোগ দেননি। আরবিামে থাকায় নেইতামিমইকবাল। তবেসবশেষ শ্রীলঙ্কা সফরে চোটেরকারণেনা থাকাওয়ানডে দলনেতামাশরাফি বিন মর্তুজা ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনআছেনক্যাম্পে। আবার, জাতীয় দলে খেলারঅভিজ্ঞতা থাকলেওনুরুলহাসান সোহান ও এনামুলহকবিজয়কেবিবেচনাকরাহচ্ছে ‘এ’ দলের স্কোয়াডেরজন্য। আগামী সেপ্টেম্বরেআফগানিস্তানেরবিপক্ষেএকমাত্র টেস্টের পর জিম্বাবুয়েকে যুক্ত করেএকটিত্রিদেশীয়টি-টোয়েন্টিসিরিজ খেলবেবাংলাদেশ। সেপ্টেম্বরেইবাংলাদেশ ‘এ’ দল মুখোমুখিহবে শ্রীলঙ্কার আরহাইপারফরম্যান্স (এইচপি) দল মোকাবেলাকরবেভারতঅনূর্ধ্ব-২৩ দলকে। অর্থাৎতিনটিআলাদা দলের মাধ্যমে বহুসংখ্যক খেলোয়াড়কেপরখকরে দেখারএবংভবিষ্যতের জন্য ক্রিকেটার খোঁজার দারুণসুযোগ পাচ্ছেননির্বাচকরা। যেমনটাজানিয়েছেনবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধাননির্বাচকমিনহাজুলআবেদিননান্নু।
গতকালমিরপুওে সাংবাদিকদেরকাছেতিনিবলেছেন, ‘সামনে টেস্ট চ্যাম্পিয়নশিপআছে, যেটাঅনেক বেশি গুরুত্বপূর্ণ। দীর্ঘ পরিসরের ক্রিকেটে থিতুহতেএটাখুবইজরুরি। যে কোনো টেস্ট খেলুড়ে দেশ ক্রিকেটে নিজেদেরকেপ্রমাণকরে দীর্ঘ পরিসরের ক্রিকেট দিয়ে। এই ফরম্যাটেযতভালো ক্রিকেট খেলাযাবে, বাকিফরম্যাটগুলোতে তত ভালো খেলাযাবে। সেটাচিন্তাকরেআমাদের‘এ’দলেরজন্য দীর্ঘ পরিসরের ক্রিকেটেরসূচিকরাহয়েছে। সামনেরমাসে ‘এ’ দল শ্রীলঙ্কা যাচ্ছে খেলারজন্য। সেখানেতিনটিচারদিনেরম্যাচ খেলবে। সেই সঙ্গে অনেক খেলোয়াড়কে দীর্ঘ পরিসরেরজন্য প্রস্তুতকরারএকটাপরিকল্পনাকরে রেখেছি। সঙ্গে ওয়ানডেআছে, টি-টোয়েন্টিআছে। সামনেটি-টোয়েন্টিবিশ্বকাপআছে। এটানিয়ে এই বিপিএল থেকে আমরাকাজকরারপরিকল্পনাকরেছি। একই সঙ্গে আফগানিস্তান, জিম্বাবুয়েকেনিয়েশুরুহতেযাওয়াত্রিদেশীয়সিরিজটিভালোসুযোগ। এখান থেকেই পরিকল্পনাটাশুরুহচ্ছে।’বিজয়-সোহানকে ‘এ’ দলের সঙ্গে রাখাহয়েছে। সঙ্গে সঙ্গেকিছু খেলোয়াড়কেএইচপি দলের সঙ্গে যুক্ত করারজন্য দেওয়াহয়েছে। যেটা এই সিরিজেরবাইরে। ওরাওএইচপি দলের সঙ্গে যোগদিচ্ছে। আমাদের ৬০ জন খেলোয়াড়েরএকটা দল আছে। এই ৬০ জন খেলোয়াড়কেকিন্তু আমরা সব ফরম্যাটেরজন্য- ‘এ’ দল, এইচপি, বিসিবিএকাদশ- সবখানেব্যবহারকরারজন্য একটাপরিকল্পনাকরে রেখেছি।’‘আগামী সেপ্টেম্বরের মাঝামাঝিতে ‘এ’ দলের শ্রীলঙ্কা সফরেযাওয়ারকথা। তিনটাচারদিনেরম্যাচরয়েছে। সঙ্গে সঙ্গেএইচপিরআবারভারতেরঅনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে পাঁচটাওয়ানডেআছে সেপ্টেম্বরের ১৭ তারিখ থেকে। এ দুইটাআছে। এছাড়াত্রিদেশীয়সিরিজে (জিম্বাবুয়ে-আফগানিস্তানকেনিয়ে) টি- টোয়েন্টিফরম্যাটেরম্যাচরয়েছে। সবমিলিয়ে ৬০ জন ক্রিকেটারেরসুযোগহবে। এটাভালোএকটিসংকেত। অনেকগুলো খেলাআছে, অনেক খেলোয়াড়কে দেখারসুযোগআছে। এখান থেকে পরবর্তীবছরেরজন্য আমরা ক্রিকেটারখুঁজতেপারব।’এসময়সাইফুদ্দিনেরইনজুরিনিয়েওকথাবলেননান্নু। তিনিপরিষ্কার জানিয়ে দিয়েছেন, সাইফউদ্দিনএখন যে কন্ডিশনিংক্যাম্পে যোগ দিয়েছেন, তাতেশুধুফিজিক্যাল ট্রেনিংআররানিংকরতেপারবে। কোন ক্রিকেটীয়কর্মকান্ডতথাব্যাটিং ও বোলিংকরতেপারবেনা। এবং সেটাআজকালবা দু এক দিনের মধ্যেও সম্ভব না। অন্ততআরও এক সপ্তাহঅপেক্ষায় থাকতেহবে। সাতদিন পর ডাক্তার তারঅবস্থাবুঝেজানাবেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট