চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পাকিস্তানে কোহলিদের প্রাণনাশের হুমকির মেইল

স্পোর্টস ডেস্ক

২০ আগস্ট, ২০১৯ | ১:৫৩ পূর্বাহ্ণ

ওয়েস্ট ইন্ডিজসফরেসদ্যইতিনম্যাচেরওয়ানডেসিরিজ শেষ করেছেভারত। তারআগেটি-টোয়েন্টিসিরিজেও অংশ নেয় দুই দল। বৃহস্পতিবার থেকে শুরুহবে টেস্ট, তারআগেএকটিপ্রস্তুতিম্যাচ খেলছেটিমইন্ডিয়া। এরইমধ্যে প্রাণনাশেরহুমকিদিয়েএকটিবার্তাপাঠানোহয়েছেটিমইন্ডিয়াকে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বরাতদিয়েআন্তর্জাতিকএবংভারতীয়গণমাধ্যমজানায়, ১৬ আগস্ট সন্ত্রাসীহামলারএমনইমেইলশুরুতেযায়পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে। কে বাকারা সেই মেইলেভারতীয় ক্রিকেটারদেরহুমকি দেয়। পরেপাকিস্তান ক্রিকেট বোর্ডেরপক্ষ থেকে ক্রিকেটেরসর্বোচ্চনিয়ন্ত্রকসংস্থা আইসিসিকেবিষয়টিঅবগতকরা হয়। এরপরআইসিসিভারতীয় ক্রিকেট বোর্ডকে বিষয়টিজানায়। যদিও ২৪ ঘণ্টার ভেতরভারতীয় ক্রিকেট বোর্ডেরকাছেও একই মেইলআসে। ভারতীয় বোর্ডেরপক্ষ থেকে সেইহুমকিরকথা দূতাবাসেরমাধ্যমে এন্টিগায়জানানো হয়। অনেক খোঁজ-খবরের পর জানাযায় সেইহুমকিভুয়া। তারপরওভারতীয় ক্রিকেট বোর্ড বাড়তিসতর্কতানিয়েরাখতে চেয়েঅ্যান্টিগারসিকিউরিটিএজেন্সিকেজানিয়েছে। পাশাপাশিনিরাপত্তাএজেন্সিকেবিষয়টিআরওখতিয়ে দেখতে বলেছে। হুমকির সেই মেইলেঅবশ্য কোনোসন্ত্রাসীগ্রুপবাকারওপরিচয়েরহদিসপাওয়াযায়নি। আপাততভারতীয় দলের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদারকরাহয়েছেবলেজানাযায়। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধাননির্বাহীরাহুল জোহরিজানিয়েছেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়কেআমরাবিষয়টিজানিয়ে রেখেছি। তাদেরইমেইলটিও দেখিয়েছি। সেখানকার দূতাবাসকেবিষয়টিঅবহিতকরাহয়েছে। মুম্বাইপুলিশকেওবিষয়টিজানানোহয়েছে। সেখানেভারতীয় দলের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদারকরাহয়েছে।’বিসিসিআইয়েরএকজনকর্তাজানিয়েছেন, ‘এটাছিলএকটাপ্রতারণা।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট