চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

ঘটনা বহুল লর্ডস টেস্ট ড্র

স্পোর্টস ডেস্ক

২০ আগস্ট, ২০১৯ | ১:৫০ পূর্বাহ্ণ

এক টেস্টে কত নানাটক দেখা গেল! কখনওবৃষ্টিরহানা, কখনও জোফরাআর্চারের আগুনের গোলা, কখনওমাথায়আঘাতনিয়েও স্টিভেন স্মিথের দলকে টেনে নেয়া। শেষপর্যন্তজিতলোনাইংল্যান্ড-অস্ট্রেলিয়া কোনো দলই। ঘটনাবহুললর্ডস টেস্ট নিষ্পত্তিহলো ড্রয়ে, তবেঅবশ্যইউত্তেজনাছড়িয়েই। কনকাশনেরলক্ষণ (মাথায়বলেরআঘাতলাগার পর) দেখা দেয়ায় টেস্টেরচতুর্থ দিনইনিজেকেসরিয়ে নেন স্টিভেন স্মিথ। ইতিহাসেরপ্রথম খেলোয়াড়হিসেবেকনকাশনেরকারণে স্থলাভিষিক্ত হনমার্নাসলাবুসচাগনে, আর শেষ পর্যন্ততার দুর্দান্তপ্রতিরোধেই টেস্টটা ড্র করতেসক্ষম হয় বিপদে পড়া অস্ট্রেলিয়া। টেস্টেরপ্রথমদিনেরপুরোটাইগিয়েছিলবৃষ্টির পেটে। বৃষ্টিযন্ত্রণাকরেছেপরেও। তবেএমন এক টেস্টেও ফল বেরকরতেউঠেপড়ে লেগেছিলইংল্যান্ড। তবেচতুর্থ ইনিংসেআর্চার-জ্যাকলিচদের তোপেরমুখেপড়ে ২৬৭ তাড়াকরারসাহস দেখায়নি অস্ট্রেলিয়া। চতুর্থ দিনে ৭১ রানেই ৪ উইকেট হারানোইংল্যান্ড শেষদিনশুরুকরেছিল ৪ উইকেটে ৯৬ রাননিয়ে। সেখান থেকে দলকে ৫ উইকেটে ২৪৮ রানেরইনিংস ঘোষণাপর্যন্তনিয়েযান বেন স্টোকস। ১৬৫ বলে ১১ বাউন্ডারিআর ৩ ছক্কায় ১১৫ রানেঅপরাজিত থাকেন এই অলরাউন্ডার। চতুর্থ ইনিংসেব্যাটকরতে নেমে ফের আর্চারের তোপেপড়ে অস্ট্রেলিয়া। এবারতার সঙ্গে যোগ দেন জ্যাকলিচ। আরওএকবার ব্যর্থ ডেভিডওয়ার্নার (৫)। ক্যামেরুন বেনক্রফট (১৫), উসমানখাজাও (২) ভরসাদিতেপারেননি। ৪৭ রানেরমধ্যে ৩ উইকেট হারিয়ে চোখেসর্ষে ফুল দেখছিলঅসিরা। তবে স্মিথের স্থলাভিষিক্ত হওয়ালাবুসচাগনেহতাশকরেননি। চতুর্থ উইকেটে ট্রাভিস হেডের সঙ্গে ৮৫ রানেরজুটিতেবিপর্যয়কাটিয়েউঠেন এই ব্যাটসম্যান। ৫৯ করেতিনিলিচেরশিকারহন। এরপর দ্রুতআরও দুটি উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। তবেট্রাভিস হেডএকটাপ্রান্তধরেছিলেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট