চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

বোলিংয়ে ফিরেছেন রিয়াদ

মাশরাফির ফিটনেস নিয়ে চিন্তিত নন ট্রেনার

স্পোর্টস ডেস্ক

২০ আগস্ট, ২০১৯ | ১:৪৮ পূর্বাহ্ণ

আগামীমাসেরশুরুতেইসামনেআফগানিস্তানেরবিপক্ষে টেস্ট, তারপরত্রিদেশীয়টি-টোয়েন্টিসিরিজ। আন্তর্জাতিক এই সূচিকেসামনে রেখেগতকাল থেকেই লঙ্কান ট্রেনারমারিওভিল্লাভারায়নেরতত্ত্বাবধানেকন্ডিশনিংক্যাম্পশুরুকরেছেবাংলাদেশ দল। ক্যাম্পে নেইআগেইছুটিতেযাওয়াতামিমইকবাল। সাকিবআলহাসানও যুক্তরাষ্ট্রে থাকায়শুরুরকয়েকদিন যোগদিতেপারবেননা। তবে টেস্ট আরটি-টোয়েন্টিনা খেললেওফিটনেস লেভেলঠিকরাখতেক্যাম্পে যোগ দিয়েছেনওয়ানডেঅধিনায়কমাশরাফি বিন মর্তুজা। মাশরাফিতারফিটনেসঠিকরাখতে বদ্ধ পরিকর। তবেতারআপাতত কোনো খেলা নেই। জিম্বাবুয়েরবিপক্ষেযদি ওয়ানডেসিরিজআয়োজনকরাযায়, তবে সেটিহতেপারেটাইগারঅধিনায়কের ফেয়ারওয়েলসিরিজ। যদিওএখনও কোনোসিদ্ধান্তজানাতেপারেননিনড়াইল এক্সপ্রেস।
তবেকন্ডিশনিংক্যাম্পেরপ্রথমদিন থেকেই উপস্থিত মাশরাফি। তাকেনিয়ে ট্রেনারমারিওভিল্লাভারায়নবলেন, ‘যেহেতুনিকটভবিষ্যতে বাআগামীকয়েকমাসেরমধ্যে কোনোওয়ানডে নেই। তাইমাশরাফিরফিটনেসনিয়েআমরা খুব একটাউদ্বিগ্ননই, চিন্তিতওনা। হাতেপর্যাপ্তসময়আছে। তারমতোকরে ট্রেনিংকরতে দেয়া উচিত।’
তবেবাকিদের যে ফিটনেসতাসর্বোচ্চপর্যায়েনিয়ে যেতেকিভিল্লাভারায়ানেপর্যাপ্তসময় পাচ্ছেন? ‘ দখুনকারোকারোফিটনেসেরঅনেকউন্নতিকরতেহবে। আবারকারোকারোসামান্য উন্নতিহলেইচলবে। এই মুহূর্তে তাদেরনামবলাঠিকহবেনা। তারানিজেরাওজানেতাদেরউন্নতিকরতেহবে। আমরা যে সময়টাপাচ্ছিতাযথেষ্ট। তবেচার থেকে ছয়সপ্তাহ পেলেভালোহবে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটেরমাঝেএতো লম্বা সময় বেরকরাকঠিন। এজন্য স্কিলঅনুশীলনেরপাশাপাশিআমাদেরফিটনেস ট্রেনিংওচালাতেহবে।’
শেরেবাংলারইনডোরে‘ব্লিপ টেস্ট’ আরফিটনেস ট্রেনিংশুরুহয়েছেসকালসাড়েআটটায়। চলেছে দুপুরসাড়েএগারটাপর্যন্তপ্রায়তিনঘন্টা। এই কন্ডিশনিংক্যাম্পচলবেটানাচারদিন।
মারিওভিল্লাভারায়নেরভাষায়, ‘এই চারদিন মোটেওকন্ডিশনিংক্যাম্পেরজন্য যথেষ্টনয়। অন্ততপক্ষেচারসপ্তাহবান্যুনতম ১৫ দিনহলেভালোহতো। কিন্তু কিছুকরার নেই। সামনে যেহেতু টেস্ট আছে, তাইচারদিনেইএটা শেষ করতেহবে।’ চোটেছিলেনমাহমুদউল্লাহরিয়াদ আর মোহাম্মদ সাইফউদ্দিন। তারাও যোগ দিয়েছেনক্যাম্পে। এই দুজনেরএখনকারঅবস্থাসম্পর্কে লঙ্কান ট্রেনারজানালেন স্বস্তির খবর, কাঁধের চোটেরকারণেঅনেকদিন বোলিং থেকে নিজেকেসরিয়েরাখামাহমুদউল্লাহ বোলিংয়েওফিরেছেন। ভিল্লাভারায়নবলেন, ‘তারাএখনঅনেকটাই সুস্থ। ফিটনেস লেভেলওভালো। তবেতাদেরনিয়েআরওএকটুকাজকরার দরকারআছে।’

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট