চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

লিভারপুল-আর্সেনালের টানা দ্বিতীয় জয়, সিটির ড্র

লা লিগায় জিতে শুরু রিয়ালের

স্পোর্টস ডেস্ক

১৯ আগস্ট, ২০১৯ | ১:১৯ পূর্বাহ্ণ

প্রাক মৌসুমে ৭ ম্যাচ খেলে মাত্র দুটি জয় ছিল রিয়াল মাদ্রিদের। হতাশার এই সময় কাটিয়ে তারা লা লিগায় শুভ সূচনা করেছে।

শনিবার তারা ১০ জনের দল নিয়ে ৩-১ গোলে জিতেছে সেল্টা ভিগোর মাঠে। প্রিমিয়ার লিগে শুরুর দুটি ম্যাচই জিতলো লিভারপুল। শনিবার সাউদাম্পটনকে ২-১ গোলে হারিয়েছে তারা। দিনের আগের ম্যাচে বার্নলের বিপক্ষেও আর্সেনাল জিতেছে ২-১ গোলে। ২০০৯ সালের পর প্রথমবার লিগে প্রথম দুই ম্যাচে জয় পেলো গানাররা। ওদিকে ১৫ ম্যাচ পর ম্যানচেস্টার সিটির জয়রথ থামালো টটেনহ্যাম। নতুন মৌসুমের দ্বিতীয় ম্যাচে স্পার্সদের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে সিটিজেনরা। ইতিহাদ স্টেডিয়ামে খেলার ২০ মিনিটে রহিম স্টার্লিংয়ের গোলে লিড পায় ম্যান সিটি। ২৩ মিনিটে টটেনহ্যামকে সমতায় ফেরান এরিক লামেলা। ৩৫ মিনিটে সার্জিও আগুয়েরোর গোলে আবার এগিয়ে যায় পেপ গার্দিওলার দল। কিন্তু ৫৬ মিনিটে লুকাম মুরার লক্ষ্যভেদে, সমতায় শেষ করে মাউরিশিও পচেত্তিনের দল। লা-লিগায় ম্যাচের শুরুতেই ছিল চমক। জিনেদিন জিদান একাদশে রেখেছিলেন গ্যারেথ বেলকে। প্রথম গোলেই অবদান রাখেন ওয়েলস ফরোয়ার্ড। ১২ মিনিটে বাঁ দিক থেকে তিনি বল বাড়িয়ে দেন ছোট বক্সে। গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল চলে যায় করিম বেনজিমার কাছে। ফরাসি স্ট্রাইকার খোলেন গোলমুখ। প্রথমার্ধের ইনজুরি সময়ে সমতা ফেরানোর উদযাপন করেছিল সেল্টা। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি অফ সাইডের কারণে ব্রেইস মেন্দেসের গোলটি বাতিল করে। বিরতির পর তৃতীয় মিনিটে বেনজিমার একটি শট গোলপোস্টের কয়েক ইঞ্চি বাইরে দিয়ে গেলে হতাশ হতে হয় রিয়ালকে। তারা আরও বড় ধাক্কা খায় লুকা মদরিচ ৫৫ মিনিটে দেনিস সুয়ারেজকে কড়া ট্যাকল করলে। ভিএআর দেখে এই ক্রোয়েট মিডফিল্ডারকে লাল কার্ড দেখান রেফারি। শেষ ৩৪ মিনিট ১০ জন নিয়েও দারুণ লড়াই করেছে রিয়াল। ৬০ মিনিটে বেনজিমার একটি শট গোলপোস্টে লাগে। পরের মিনিটেই মার্সেলোর অ্যাসিস্টে ৪০ গজ দূর থেকে অসাধারণ গোল করেন টনি ক্রুস। খেলা শেষ হওয়ার ১০ মিনিট আগে বেনজিমার বানিয়ে দেওয়া বলে ৩-০ করেন লুকাস ভাসকেস। ইনজুরি সময়ে ইকার লোসাদা সেল্তার হয়ে একটি সান্ত¡নার গোল করেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট