চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

গসিপ ১ কোটি টাকা জরিমানা

১৮ আগস্ট, ২০১৯ | ১:৩২ পূর্বাহ্ণ

ম্যাচ হেরে আম্পায়ারের সিদ্ধান্তকে অসম্মান করে ব্যাট ছুঁড়ে মেরে এবং র‌্যাকেট ভেঙে ফেলে এই শাস্তি পাচ্ছেন নিক কিরগিওস। এখানেই তার শাস্তি নাও শেষ হতে পারে। আন্তর্জাতিক টেনিস ফেডারেশন তার শাস্তির পরিমাণ আরও বাড়াতে পারে বলে উল্লেখ করেছে বিভিন্ন গণমাধ্যম। গত বুধবার সিনসিনাটি মাস্টার্সে রাশিয়ার কারেন খাচানভের কাছে হেরে যান অস্ট্রেলীয় এই টেনিস তারকা। মেজাজ হারানোর জন্য সুখ্যাত কিরগিওস টান টান লড়াইয়ের সে ম্যাচে আম্পায়ার ফের্গাস মারফির কিছু সিদ্ধান্ত মানতে পারেনি। এই ২৪ বছর বয়সী মেজাজ হারিয়ে আম্পায়ারের উদ্দেশে অকথ্য গালি দিয়েছেন, চেয়ারের দিকে তাকিয়ে থুতু ছিটিয়েছেন, রাগে কোর্ট ছেড়েছেন নিয়মের তোয়াক্কা না করে, সজোরে বল মেরেছেন রাগ দেখিয়ে, ভেঙেছেন দুটি র‌্যাকেট। টেনিসের অভিভাবক সংস্থা এটিপি এমন আচরণ মানতে পারেনি। আম্পায়ারের প্রতি অশ্রদ্ধার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে চেয়েছে তারা। তাই বড় অঙ্কের জরিমানা। সেটিও দেওয়া হয়েছে দ্রুত। কিরগিওসের বিরুদ্ধে তদন্ত চলছে। আরও বড় শাস্তির মুখে পড়তে হতে পারে। সেই শাস্তির মধ্যে থাকতে পারে ম্যাচ নিষেধাজ্ঞা। নতুন আর্থিক জরিমানা হলে অঙ্কটা বাংলাদেশি মুদ্রায় কোটি টাকা ছাড়িয়ে যাবে। আম্পায়ার মারফির সঙ্গেও তার ঝামেলা নতুন নয়। গত জুনে কুইনস ক্লাবে এক লাইন আম্পায়ার ম্যাচ পাতাচ্ছে বলে মন্তব্য করায় মারফি তখন শৃঙ্খলাভঙ্গের পয়েন্ট কাটেন। গত ইতালিয়ান ওপেনে কোর্টে চেয়ার ছুড়ে মেরেছিলেন কিরগিওস।-ইন্টারনেট

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট