চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

ক্রিকেটে ‘নিরামিষ’ বল

১৭ আগস্ট, ২০১৯ | ১:০৬ পূর্বাহ্ণ

ক্রিকেটের আধুনিকায়নের পাশাপাশি এর সরঞ্জামাদি নিয়ে গবেষণাও চলছে সমানতালে। অস্ট্রেলিয়ার ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা কুকাবুরা বাজারে নিয়ে আসে মাইক্রোচিপ যুক্ত নতুন ক্রিকেট বল। আর এবার বৈপ্লবিক এক ঘটনা ঘটিয়েছে ইংল্যান্ডের এক ক্রিকেট ক্লাব। তারা চামড়ার বলের বদলে ‘ভেগান’ (নিরামিষ) বল ব্যবহার করছে! এই খবরে অনেক ক্রিকেটপ্রেমীরই চোখ কপালে উঠতেই পারে। কিন্ত এটাই বাস্তব। পশ্চিম লন্ডনের আর্লে ক্রিকেট ক্লাব এ বলটির ব্যবহার শুরু করেছে। এ বলে কোনো সিন্থেটিক অ্যানিমাল প্রোডাক্ট থাকছে না। মানে পশুজাত কোনো দ্রব্য ব্যবহৃত হচ্ছে না। চামড়ার পরিবর্তে তারা রবারের প্রয়োগ করেছে।-ইন্টারনেট

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট