চট্টগ্রাম বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

কিউইদের আশা বাঁচিয়ে রেখেছেন ওয়াটলিং

১৭ আগস্ট, ২০১৯ | ১:০৬ পূর্বাহ্ণ

প্রথম ইনিংসে পিছিয়ে ১৮ রানে। দ্বিতীয় ইনিংসেও লঙ্কান বোলিংয়ের সামনে বড় বিপদের মুখে ছিল নিউজিল্যান্ড। তবে বিজে ওয়াটলিং বিপদের মাঝেও বীরের মতো লড়ে যাচ্ছেন। তার চওড়া ব্যাটের দিকেই এখন তাকিয়ে কিউইরা। গল টেস্টের তৃতীয় দিন শেষে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসের সংগ্রহ ৭ উইকেটে ১৯৫ রান। কিউইদের লিড এখন ১৭৭ রানের। বিজে ওয়াটলিং ৬৩ আর উইলিয়াম সমারভিল ৫ রান নিয়ে চতুর্থ দিন ব্যাট করতে নামবেন। ৭ উইকেটে ২২৭ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। নিরোশান ডিকভেলা ৩৯ এবং সুরাঙ্গা লাকমলা ছিলেন ২৮ রানে অপরাজিত। বাকি ৩ উইকেট নিয়ে তৃতীয় দিন সকালে আর মাত্র ৪০ রান যোগ করতে পেরেছে স্বাগতিকরা। ডিকভেলা করেন ৬১ রান। লাকমাল আউট হয়েছিলেন ৪০ রান করে। শেষ পর্যন্ত শ্রীলঙ্কা অলআউট হয় ২৬৭ রানে। লিড পায় ১৮ রানের।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট