চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মাথায় বল লেগে মৃত্যু হলো আম্পায়ারের

ক্রীড়া ডেস্ক

১৬ আগস্ট, ২০১৯ | ৭:১৯ অপরাহ্ণ

ক্রিকেট মাঠে মাথায় বল লেগে আম্পায়ারের মৃত্যুর ঘটনা ঘটলো ওয়েলসে।

ওয়েলসের আম্পায়ার ৮০ বছর বয়সী জন উইলিয়ামস চোট পেয়েছিলেন মাথায়। পরে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত ১৩ জুলাই ট্রিলিটে ওয়েলসের সেকেন্ড ডিভিশন লিগ ম্যাচ চলছিল পেমব্রোকেশায়ার ও নরবার্থের মধ্যে। ফিল্ড আম্পায়ারের ভূমিকায় ছিলেন পেমব্রোকের অভিজ্ঞ জন উইলিয়ামস। ম্যাচ চলাকালে মাথায় বল লেগে আহত হন উইলিয়ামস।

ম্যাচ সেখানেই বন্ধ করে উইলিয়ামসকে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কার্ডিফের ইউনিভার্সিটি অব ওয়েলস হসপিটালে স্থানান্তরিত করা হয় উইলিয়ামসকে। সেখানে দীর্ঘ এক মাস মৃত্যুর সঙ্গে লড়াই চালানোর পর অবশেষে হার মানেন জন। বৃহস্পতিবার কোমার মধ্যেই মৃত্যু হয় ক্রিকেটার থেকে ম্যাচ অফিসিয়ালে পরিণত হওয়া উইলিয়ামসের।

পেমব্রোকেশায়ারের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় উইলিয়ামসের মৃত্যুর খবর জানানো হয়। পেমব্রোকেশায়ার ক্রিকেটের অফিসিয়াল টুইটার একাউন্টে লেখা হয়, আম্পায়ার জন উইলিয়ামসকে নিয়ে সকালেই খারাপ খবর মিলেছে। পরিবারকে পাশে রেখে সকালেই জনের মৃত্যু হয়। এমন দুঃখজনক ও কঠিন সময়ে হিলারি ও তার ছেলেদের সঙ্গে পেমব্রোকেশায়ার ক্রিকেটের প্রত্যেকেই সমব্যথী।

পূর্বকোণ/তাসফিয়া

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট