চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

অভিষেকের অপেক্ষায় আর্চার

১১ আগস্ট, ২০১৯ | ১:২৪ পূর্বাহ্ণ

এশেজে দীর্ঘ ১৮ বছর বার্মিংহামের এজবাস্টনে সাদা পোশাকে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ইংল্যান্ড। সেটাও ২৫১ বিশাল ব্যবধানে। বোলিং-ব্যাটিংয়ে ভেঙে চুরমার হওয়া ইংল্যান্ড শিবিরে তাই রদবদলটা যে হচ্ছে সেটা ছিল অনুমেয়ই। ফর্ম আর ইনজুরি সমস্যায় তাই ব্রিটিশদের দলে যুক্ত হলো নতুন-পুরান নিয়ে দুই মুখ। ছিটকে গেল পুরান হাতিয়ার। নিকট অতীতের বাজে পারফরম্যান্স ও এশেজের প্রথম টেস্টে ব্যর্থতা দল থেকে ছিটকে দিয়েছে ব্রিটিশ অল রাউন্ডার মঈন আলীকে। তার স্থলে দ্বিতীয় টেস্টে সুযোগ পেয়েছেন মারসেটের বাঁহাতি স্পিনার জ্যাক লিচ। এদিকে ইনজুরির কারণে ছিটকে যাওয়া সুইঙ রাজা জেমস এন্ডারসন ও ওলি স্টোনের পরিবর্তে দলে অভিষেক হতে চলেছে জোফরা আর্চারের। সাদা পোশাকে ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় টেস্টেই অভিষেক হবে ওয়ানডে বিশ্বকাপজয়ী এই উদীয়মান গতিমানবের। অন্যদিকে মঈন আলীর পরিবর্তে দলে ডাক পাওয়া লিচ একটু পুরনো হলেও ক’দিন আগে আয়ারল্যান্ডের ম্যাচে তার দারুণ পারফরম্যান্স নজর কেড়েছে ব্রিটিশদের। অন্যদিকে প্রথম টেস্টে ডাক পেলেও আর্চারকে দলের বাইরে পাঠানো হয় তার সময় নিয়ে সাইড স্ট্রেইনের রিকোভারি পেতে। সেটা ষোলকলায় কাজে লাগিয়েছেন আর্চার। সাসেক্সের সঙ্গে ২৭ রানে ৬ উইকেট লুফে নেয়ার পাশাপাশি ব্যাটে হাসিয়েছেন সেঞ্চুরি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট