চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বড় শাস্তিই পেল শেহজাদ

১১ আগস্ট, ২০১৯ | ১:১৬ পূর্বাহ্ণ

ব্যাট হাতে বাইশ গজে যতোটা ঝড় তোলেন আফগানিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ শেহজাদ, তার চেয়ে বেশি যেনো তিনি আলোচিত হন নিজের আচার-আচরণ ও অখেলোয়াড়সুলভ বৈশিষ্ট্যের কারণে। নেতিবাচক বিষয়ে খবরের শিরোনাম হওয়াটাকে একপ্রকার নিয়মের পরিণত করেছেন তিনি। তবে এতদিন ধরে তার এসব কীর্তিকলাপ সহ্য করলেও, আর যেনো মানতে চাইছে না আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। তাই বোর্ডের পক্ষ থেকে বড়সড় শাস্তিই দেয়া হয়েছে উইকেটরক্ষক এ ব্যাটসম্যানকে। অনির্দিষ্টকালের জন্য বোর্ডের সঙ্গে শাহজাদের কেন্দ্রীয় চুক্তি স্থগিত করা হয়েছে। বোর্ডের নিয়মের তোয়াক্কা না করে, বিনা অনুমতিতেই দেশের বাইরে ভ্রমণ করায় এ শাস্তি দেয়া হয়েছে শাহজাদকে। গতকাল আনুষ্ঠানিক এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে এসিবি। বিজ্ঞপ্তিতে শাহজাদের করা গুরুতর অপরাধগুলোর কথা উল্লেখ করে বোর্ডের পক্ষ থেকে লেখা হয়েছে, ‘এর আগেও অনেকবার বোর্ডের কোড অব কন্ডাক্ট অমান্য করেছে শাহদাদ। ওয়ানডে বিশ্বকাপের সময় দলের শৃঙ্খলা ভঙ্গ করায় তাকে ডিসিপ্লিনারি কমিটিতে ডাকা হয়েছিল।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট