চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

কাল শুরু ত্রিদেশীয় সিরিজ, সব ম্যাচই দুপুরে

আয়ারল্যান্ডে পৌঁছেই অনুশীলনে মাশরাফির দল

স্পোর্টস ডেস্ক

৪ মে, ২০১৯ | ২:১৫ পূর্বাহ্ণ

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে গত বুধবার সকালে দেশ ছেড়েছিলেন মাশরাফিরা। লম্বা ভ্রমণেও ক্লান্তি গ্রাস করেনি তাদের। বিশ্রাম বাদ দিয়ে আয়ারল্যান্ডে পুরোদস্তুর অনুশীলন করছে টিম বাংলাদেশ। বৃহস্পতিবার পৌঁছে কোনও বিরাম ছিলো না দলের। সামনেই বিশ্বকাপ থাকায় সিরিয়াস পুরো দল সকালেই সেরে নেয় টিম মিটিং। তারপরে ত্রিদেশীয় সিরিজের প্রস্তুতিতে নেমে পড়ে পুরো দল। আয়ারল্যান্ডের পেমব্রোক ক্রিকেট ক্লাবে গতকালও চলে অনুশীলন। বুধবার সকালে মাশরাফিসহ ত্রিদেশীয় সিরিজের ১৭ ক্রিকেটার আয়ারল্যান্ডগামী বিমানে যাত্রা করেন। ফরহাদ রেজা আগের দিন মঙ্গলবার রাতেই রওয়ানা হয়েছিলেন। সাকিব যান বুধবার সন্ধ্যায়। এই দুইজন আগে পরে গেলেও এই মুহূর্তে দলের সঙ্গে আছেন সবাই। আগামী কয়েকটা দিন পেমব্রোক ক্রিকেট ক্লাবেই অনুশীলন করবেন ক্রিকেটাররা। এরপর একটি প্রস্তুতি ম্যাচ খেলে আগামীকাল ৫ মে আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে। বাংলাদেশ ওইদিন আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। মূল ম্যাচে মাঠে নামার আগে সবমিলিয়ে আরও চার দিন সময় পাচ্ছে মাশরাফির দল। ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে মাঠে নামবে ৭ মে। ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে টাইগাররা। এরপর ৯ মে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক আয়ারল্যান্ড। ১৩ ও ১৫ মে আবার দল দুটির মুখোমুখি হবে বাংলাদেশ। দুটি দলের একটি দলকে পয়েন্ট টেবিলের পেছনে ফেলতে পারলে আগামী ১৭ মে ফাইনালে আরও একটি ম্যাচ খেলার সুযোগ পাবে তারা। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আগেও আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলেছিল বাংলাদেশ। ওখানকার কন্ডিশন কাজে লাগিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলেছিল মাশরাফির দল। এবারো বিশ্বকাপের প্রস্তুতির জন্য আয়ারল্যান্ডে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজকে প্রস্তুতির মঞ্চ হিসেবে বেছে নিয়েছে বাংলাদেশ। এছাড়া বিশ্বকাপ দল চূড়ান্ত হয়ে গেলেও আয়ারল্যান্ডে সিরিজে থাকা চার ক্রিকেটার তাসকিন আহমেদ, ফরহাদ রেজা, নাঈম ও ইয়াসির রাব্বির দিকে চোখ থাকবে টিম ম্যানেজমেন্টের। ওখানে এই চারজনের কেউ খুব ভালো করলে বিশ্বকাপ দলে তার সুযোগ হলেও হতে পারে! এদিকে সিরিজের সুচি মোতাবেক জানা গেছে সবগুলো ম্যাচই শুরু হবে স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিট)। অর্থাৎ সবগুলো ম্যাচই হবে দিনে। ফ্লাডলাইটের আলোয় খেলতে হবে না কোনো ম্যাচ। ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের বেসরকারি চ্যানেল গাজী টেলিভিশন ও মাছরাঙা টিভি। এছাড়া সনি সিক্স ও সনি সিক্স এইচডিও সরাসরি ত্রিদেশীয় সিরিজ সম্প্রচার করবে।
ত্রিদেশীয় সিরিজের পূর্ণাঙ্গ সূচি:
৫ মে: আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, ক্লন্টার্ফ
৭ মে: ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ, ক্লন্টার্ফ
৯ মে: আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ, মালাহাইড
১১ মে: আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, মালাহাইড
১৩ মে: ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ, মালাহাইড
১৫ মে: আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ, ক্লন্টার্ফ
১৭ মে: ফাইনাল, মালাহাইড।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট