চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পিএইচডি করবেন মুশফিক

১৮ জুলাই, ২০১৯ | ১:৩০ পূর্বাহ্ণ

ক্রিকেট চালিয়ে যাওয়ার পাশাপাশি পিএইচডি (ডক্টর অব ফিলোসফি) করার সিদ্ধান্ত নিয়েছেন ‘মিস্টার ডিপেন্ডেবল’ মুশফিকুর রহিম। ‘দক্ষিণ এশিয়ান ক্রিকেট’নিয়ে পিএইচডি করার দিকে চোখ রাখছেন মুশফিক। তার জন্য আবেদনও করেছেন। এরইমধ্যে এমফিল (মাস্টার অব ফিলোসফি) কোর্স চালিয়ে যাচ্ছেন তিনি। ক্রিকেট হোক বা মাঠের বাইরের জীবন, সবখানে শৃঙ্খলার প্রতীক মুশি। নিয়মিত শেরে-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে যাওয়া সমর্থকরা হয়তো দেখেছেন, সবার আগে মুশফিককে অনুশীলনে আসতে এবং সবার শেষে মাঠ ছাড়তে। পুরো ক্যারিয়ারজুড়ে নিয়মমাফিক জীবন-যাপন করেছেন তিনি। তার সতীর্থরাও জানেন, মুশফিকের পিএইচডি করার বিষয়ে। বিশ্বকাপ শেষে এমফিল কোর্স সম্পন্ন করার জন্য প্রতিদিন চার ঘন্টা পড়ালেখা চালিয়ে যান মুশফিক। অবশ্য ক্রিকেট ও পড়ালেখা এক সঙ্গে চালিয়ে নিয়ে যেতে কষ্ট যে করতে হচ্ছে না তা নয়। ক্রিকবাজ’কে সেই কথায় জানালেন মুশফিক, ‘স্পষ্টভাবে ক্রিকেট ও পড়ালেখার মধ্যে ভারসাম্য রাখা অত্যন্ত কঠিন।’ শ্রীলংকা সফরে যাওয়ার আগে পরীক্ষায় বসতে হবে মুশফিককে। মিস্টার ডিপেন্ডবল এই ব্যাপারে বলেন, ‘এই মাসের ১৮ তারিখ আমাকে ফাইনাল পরীক্ষায় বসতে হবে। পরের পরীক্ষা ৪ আগস্ট। আমার লক্ষ্য এমফিল শেষ করে যত দ্রুত সম্ভব পিএইচডি শুরু করা। কোনো বিষয়ে পিএইচডি করবো তা ঠিক করেছি। একজন ক্রিকেটার হিসেবে দক্ষিণ এশিয়ার ক্রিকেট নিয়ে গবেষণা করবো।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট