চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ঈদে বাড়ি ফেরা

২২মে থেকে ট্রেন ১৭ মে বাসের অগ্রিম টিকেট

১০ মে, ২০১৯ | ৩:৫৬ অপরাহ্ণ

ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২২ মে থেকে ঈদের ট্রেনের আগাম টিকিট দেয়া শুরু হবে। আর বাসের অগ্রিম টিকিট দেয়া শুরু হবে আগামী ১৭ মে থেকে। রাজধানীর গাবতলী ও আশপাশ এলাকার কাউন্টার থেকে এসব টিকিট বিক্রি করা হবে। আসন থাকা সাপেক্ষে টিকিট বিক্রি চলবে।
বৃহস্পতিবার বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স এসোসিয়েশনভুক্ত বাস কোম্পানিগুলোর মালিকদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ বলেন, ওইদিন সকাল থেকে সরকার কতৃক নির্ধারিত দামে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে এবং টিকিটের জন্য অতিরিক্ত টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। সরকার নির্ধারিত হারেই ভাড়া নেয়া হবে।
রেল সূত্র জানায়, আগামী ২২ মে থেকে ঈদের ট্রেনের আগাম টিকিট দেয়া শুরু হবে। আর ঈদের ফিরতি টিকেট বিক্রি করা হবে ২৯ মে থেকে ২ জুন পর্যন্ত।
রেলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (পূর্বাঞ্চল) আনসার আলী পূর্বকোণ অনলাইনকে জানান, এই ধরণের একটি সিদ্ধান্তের বিষয়ে আমরা জেনেছি। তবে এ ধরণের দাপ্তরিক কোন চিঠি এখনও পাইনি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট