চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ডেঙ্গু রোগীর সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে

নিজস্ব প্রতিবেদক , ঢাকা অফিস

২৪ আগস্ট, ২০১৯ | ৩:০০ পূর্বাহ্ণ

সারা দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে। চলতি বছরের পয়লা জানুয়ারি থেকে গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৬১ হাজার ৩৮ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম এই তথ্য জানিয়েছ। কন্ট্রোল রুম বলছে, আক্রান্ত রোগীদের মধ্যে ৫৪ হাজার ৯৫৬ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে। বাকি রোগীরা এখনো হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। অধিদপ্তর বলছে, আক্রান্ত ৯০ শতাংশ ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ১ হাজার ৪৪৬ জন নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছিল ছিল ১ হাজার ৫৯৭ জন। সারা দেশের হাসপাতালে এখন ভর্তি আছে মাত্র ৬ হাজার ৩৫ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে ঢাকায় ৩ হাজার ৪১১ ও ঢাকার বাইরে ২ হাজার ৬২৪ জন। সরকারি হিসাবে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে সারা দেশে ৪৭ জনের মৃত্যু হয়েছে। তবে, বেসরকারী সূত্রের দাবি মৃতের সংখ্যা হবে ১৭৩ জন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট