চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বজ্রপাতে সারাদেশে ৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

২২ আগস্ট, ২০১৯ | ৮:৫১ অপরাহ্ণ

দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার ভোর থেকে বিকেল পর্যন্ত বজ্রপাতে নয়জনের মৃত্যু হয়েছে।

ফরিদপুরের দুই উপজেলায় বৃহস্পতিবার দুপুরের দিকে বজ্রপাতে নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এরা হলেন- সালথা উপজেলার কাগদি স্বজনকান্দা গ্রামের ইদ্রিস মোল্যার স্ত্রী হাসি বেগম (৪৫), বাতা গ্রামের ইসমাইল মোল্যার ছেলে বিল্লাল মোল্যা (৪৭) ও নগরকান্দা উপজেলার দক্ষিণ বিলনালিয়া গ্রামের পাচু বেপারীর ছেলে ইমরান বেপারী (২২)।

বগুড়ার সারিয়াকান্দিতে পৃথক দুই স্থানে বজ্রপাতে স্বামী-স্ত্রীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। নিহতরা হলেন উপজেলার কর্ণিবাড়ী ইউনিয়নের ডাকাতমারা চর এলাকার আমিরুল ইসলাম (৪৫) ও তার স্ত্রী ফেলানী খাতুন (৩৮) এবং একই ইউনিয়নের চর বাটিয়া গ্রামের তহসিন আলীর ছেলের সুমন মিয়া (৩২)।

এর আগে ভোর সাড়ে ৬টার দিকে পটুয়াখালীর গলাচিপায় বজ্রপাতে মতিউর রহমান ফরাজী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার গজালিয়া ইউনিয়নের হরিদেবপুর গ্রামের মৃত ধলু ফরাজীর ছেলে।

এছাড়া দুপুরে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় জমিতে কাজ করার সময় বজ্রপাতে সরকার উপজেলার মৌহালী এলাকার মৃত লালু চন্দ্র সরকারের ছেলে মঙ্গল চন্দ্র সরকারের (৫৫) মৃত্যু হয়েছে।

এদিকে বিকেল ৩টার দিকে মাগুরায় পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করার সময় বজ্রপাতে সদর উপজেলার নলদাহ গ্রামের অরুণ বিশ্বাসের ছেলের ওয়ালিদ বিশ্বাস (৩৪) নামে এক কৃষক নিহত হয়েছেন।

পূর্বকোণ/তাসফিয়া

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট