চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

তিন দেশের স্বার্থেই রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন জরুরি : জয়শঙ্কর

অনলাইন ডেস্ক

২০ আগস্ট, ২০১৯ | ১:৪৫ অপরাহ্ণ

বাংলাদেশ-ভারত-মিয়ানমার তিন দেশের স্বার্থেই রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন জরুরি বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. সুব্রামানিয়াম জয়শঙ্কর।

আজ মঙ্গলবার (২০ আগস্ট) বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুই পররাষ্ট্রমন্ত্রী দ্বি-পাক্ষিক বৈঠকে বসেন। বৈঠক শেষে প্রেস বিফ্রিংকালে জয়শঙ্কর এই মন্তব্য করেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ৫৪টি অভিন্ন নদী নিয়ে দু’পক্ষের স্বার্থ কিভাবে রক্ষা পায়, তার ফর্মুলা খুঁজছে বাংলাদেশ-ভারত।

এর আগে সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য বৈঠক করবেন তিনি।

সোমবার তিন দিনের সফরে ঢাকায় এসেছেন ড. এস জয়শঙ্কর। রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

ভারতের বিজেপি সরকার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর দেশটির পররাষ্ট্রমন্ত্রীর এটিই প্রথম ঢাকা সফর। আগামী বুধবার তিনি ঢাকা ত্যাগ করবেন।

পূর্বকোণ/পলাশ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট