চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ঋণ মিলবে ‘আইডিয়া’ দিলে

নিজস্ব প্রতিবেদক

১৯ আগস্ট, ২০১৯ | ১১:৩১ অপরাহ্ণ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের উদ্যোক্তা তৈরিতে আর্থিক সহায়তা দিতে ‘স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড’ কোম্পানি গঠনের প্রস্তাবে সায় দিয়েছে সরকার। সোমবার (১৯ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। পরে সচিবালয়ে মন্ত্রিসভার সিদ্ধান্ত মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের জানান।

শফিউল আলম বলেন, এ কোম্পানি আইসিটি প্রোডাক্ট তৈরি ও বিপণনের জন্য উদ্যোক্তাদের আর্থিক সহায়তা দেবে। কোম্পানি কাজ শুরু করলে ঋণের পরিমাণ ও সুদের হার ঠিক করা হবে। ব্যাংকের লোন পেতে হলে মর্টগেজ লাগে.. কতকিছু লাগে..। এ কোম্পানির থেকে এসব লাগবে না। উদ্যোক্তাদের মাথায় যে আইডিয়া আছে তা থেকেই টাকা পাবেন।

মন্ত্রিপরিষদ সচিব জানান, ৫শ কোটি টাকা হবে কোম্পানিটির অনুমোদিত মূলধন। ২শ কোটি টাকার পরিশোধিত মূলধন নিয়ে যাত্রা শুরু করবে। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য হবে ১০ টাকা।

তিনি আরো জানান, তথ্য-প্রযুক্তি সচিব কোম্পানির চেয়ারম্যান হিসেবে থাকবেন এবং কোম্পানিতে মোট ৭ জন পরিচালক হবেন।

পূর্বকোণ/রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট