চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

সৌদি আরবে আরো এক বাংলাদেশি হাজির মৃত্যু

অনলাইন ডেস্ক

১৮ আগস্ট, ২০১৯ | ৩:০৬ অপরাহ্ণ

সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে শনিবার (১৭ আগস্ট) শাহাবউদ্দিন (৬৩) নামে এক বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ভালুকা থানার রাজৈ গ্রামে।

মৃত শাহাবউদ্দিনের পাসপোর্ট নম্বর-ইএ ০০৬৮৫৩৫। ৩ আগস্ট (শনিবার) এআরএস ট্রাভেলেসের মাধ্যমে সৌদি আরবে গিয়ে হজ সম্পন্ন করেন তিনি। তাকে নিয়ে চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে হজের আগে ও পরে মারা গেছেন ৮৩ হজযাত্রী। এর আগে শুক্রবার (১৬ আগস্ট) সড়ক দুর্ঘটনায় নিহত হন নুরুল ইসলাম (৭০)। তার গ্রামের বাড়ি ফেনী সদরে।

এবার বাংলাদেশি মৃত হজযাত্রীদের মধ্যে পুরুষ ৭৩ ও নারী ১০। মৃত্যুবরণকারী ৮৩ হজযাত্রীর মধ্যে ৭৩ জন মক্কায়, ৯ জন মদিনায় ও একজন জেদ্দায় মারা যান। ধর্ম মন্ত্রণালয় প্রকাশিত হজ বুলেটিনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

প্রসঙ্গত, এ বছর ১০ আগস্ট হজ অনুষ্ঠিত হয়। গত ৪ জুলাই থেকে চলতি বছরের হজ ফ্লাইট শুরু হয়ে ৫ আগস্ট শেষ হয়। এদিকে পবিত্র হজ পালন শেষে শনিবার থেকে তারা দেশে ফিরতে শুরু করেছেন। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে সব হজযাত্রীকে দেশে ফিরিয়ে আনার কথা রয়েছে।

 

 

 

 

পূর্বকোণ/ময়মী

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট