চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

বিএসএফের হাতে আটক বাংলাদেশি রাখাল

অনলাইন ডেস্ক

১৭ আগস্ট, ২০১৯ | ১২:৪০ অপরাহ্ণ

নওগাঁর সাপাহার ও পোরশা উপজেলার মধ্যবর্তী ২৩২নং পিলার এলাকার সীমান্ত এলাকা থেকে বাংলাদেশি গরু ব্যবসায়ী এক রাখালকে ভারতীয় বিএসএফ জোয়ানরা আটক করেছে।

আটককৃতের নাম আলমগীর হোসেন (২২)।

আজ শনিবার (১৭ আগস্ট) ভোর রাতে ভারতের কেদারী পাড়া ৬০বিএসএফ সদস্যরা তাকে আটক করে। বিএসএফের হাতে আটক আগমগীর পোরশা উপজেলার কাঁটাপুকুর বিষ্ণপুর গ্রামের সেন্টু মিয়ার ছেলে।

জানা গেছে শুক্রবার (১৬ আগস্ট) দিবাগত রাতে সাপাহার ও পোরশার বেশ কিছু গরু ব্যবসায়ী রাখাল চোরাই পথে গরু আনার জন্য সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে এবং গরু নিয়ে শনিবার ভোর রাতে তারা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে ভারতের কেদারী পাড়া ৬০বিএসএফ জোয়ানরা তাদের পিছু ধাওয়া করে। এ সময় বিএসএফ’র ধাওয়া খেয়ে সকলে পালিয়ে যেতে সক্ষম হলেও আলমগীর হোসেন বিএসএফ’র হাতে ধরা পড়ে।

বর্তমানে বাংলাদেশি ওই যুবক কেদারীপাড়া বিএসএফ ক্যাম্পে আছে নাকি তাকে স্থানীয় থানায় সোপর্দ করা হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট হাপানিয়া বিজিবি ক্যাম্পের সাথে যোগাযোগ করা হলে বিজিবি কমান্ডার এখনো এ বিষয়ে কিছুই জানেননা বলে জানান।

পূর্বকোণ/ময়মী

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট