চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মিরপুর বস্তিতে আগুন : নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট

অনলাইন ডেস্ক

১৬ আগস্ট, ২০১৯ | ১০:২০ অপরাহ্ণ

রাজধানীর মিরপুর-৭ নম্বরের চলন্তিকা মোড় সংলগ্ন ঝিলপাড় বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে লাগা এই আগুন পাশের একটি ভবনেও ছড়িয়ে পড়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি কাজ করছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হোসেন জানিয়েছেন, রূপনগর থানার পেছনে অবস্থিত ঝিলপাড় বস্তিতে আগুন লাগার খবর পেয়ে একে একে ২০টি ইউনিট পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ সদস্য ও এলাকাবাসীও আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বস্তির ঘরগুলো বাঁশ ও টিনের হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। এছাড়া মিরপুরে পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি সম্পর্তে জানাতে পারেননি ফায়ার সার্ভিস।

(বিস্তারিত আসছে…..)

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট