চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সব ধরণের কর ছাড় ডেঙ্গু টেস্টের পণ্যে

নিজস্ব প্রতিবেদক

৫ আগস্ট, ২০১৯ | ৮:২৪ অপরাহ্ণ

ডেঙ্গু জ্বর সংক্রান্ত টেস্টের প্রয়োজনীয় পণ্য আমদানির ক্ষেত্রে সব ধরনের কর ছাড় দিয়েছে সরকার। কাস্টমস অ্যাক্ট ১৯৬৯ ও মূল্য সংযোজন কর (মূসক) ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-তে প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে পরামর্শক্রমে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ সোমবার (৫ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়, ডেঙ্গু টেস্ট কিট, ডেঙ্গু রিএজেন্ট ও কিটস ফর প্লাটিলেট এন্ড প্লাজমার উপর আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর (ভ্যাট), আগাম কর ও অগ্রিম আয়কর অব্যাহতি দেয়া হলো।

এজন্য দুটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে। শর্তগুলো হলো- ওষুধ প্রশাসন অধিদপ্তর অনুমোদিত পরিমাণ পণ্য আমদানিতে এ সুবিধা কার্যকর হবে ও আমদানিকৃত পণ্য মানসম্মত কিনা তা ওষুধ প্রশাসন অধিদপ্তর নিয়মিত মনিটরিং করবে।

দেশে ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়ে যাওয়ায় সরকারি সহায়তা বৃদ্ধি ও স্বল্প খরচে জনগণের চিকিৎসা সেবা নিশ্চিতে এ ছাড় দেওয়া হয়েছে। এ সুবিধা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বহাল থাকবে।

পূর্বকোণ/রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট