চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী

৫ লাখ পর্যন্ত উৎস কর ৫%, এর উপরে গেলে ১০%

নিজস্ব প্রতিবেদক

২৯ জুলাই, ২০১৯ | ৬:২৯ অপরাহ্ণ

সব ধরনের সঞ্চয়পত্রে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে উৎস কর ৫ শতাংশ। আর বিনিয়োগ ৫ লাখ টাকার বেশি হলেই উৎস কর কাটা হবে ১০ শতাংশ। চলতি বছরের ১ জুলাই থেকেই এ হার কার্যকর শুরু হয়।

আজ সোমবার (২৯ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এসব কথা জানান।

অর্থমন্ত্রী জানান, শিগগিরই এ ব্যাপারে এনবিআর প্রজ্ঞাপন জারি করবে। সরকার এখনো প্রবাসীদের পাঠানো অর্থের ওপর ২ শতাংশ প্রণোদনা দেওয়ার ব্যাপারে প্রস্তুতি শেষ করতে পারেনি। তবে পহেলা জুলাই থেকে প্রবাসীরা যারা টাকা পাঠাচ্ছেন, তাদের ২ শতাংশ হারে অর্থ সহায়তা দিয়ে দেয়া হবে।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।

পূর্বকোণ/রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট