চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের আবৃত্তিসন্ধ্যা

শোকগাথার শব্দাবলি

অঞ্চল চৌধুরী

১৭ আগস্ট, ২০১৯ | ১২:৫৬ পূর্বাহ্ণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিবেদিত আবৃত্তি, কবিতাপাঠ নিয়ে গত ৮ আগস্ট বৃহস্পতিবার শিল্পকলা মিলনায়তনে অনুষ্ঠিত হলো শোকগাথার শব্দাবলি শিরোনামের আবৃত্তি অনুষ্ঠান।
বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত এ আবৃত্তি আয়োজনের শুরুতে ছিলো কথামালা। এতে সংগঠনের সভাপতি আবৃত্তিশিল্পী অঞ্চল চৌধুরীর সভাপতিত্বে আলোচক হিসেবে বক্তব্য রাখেন, রাজনীতিবিদ ও সমাজসেবক ফারুক আহমেদ, নগর পরিকল্পনাবিদ ও সদস্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আশিক ইমরান, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন কোহেল, চট্টগ্রাম সম্মিলিত আবৃত্তি জোট’র সহ-সভাপতি ফারুক তাহের, সাইফ চৌধুরী, চট্টগ্রাম সম্মিলিত আবৃত্তি জোট’র সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. মুজাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে আমন্ত্রিত কবি হিসেবে বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতাপাঠ করেন, আশীষ সেন, হোসাইন কবির, সেলিনা শেলী, আ.ফ.ম মোদাচ্ছের আলী, মনিরুল মনির এবং আলী প্রয়াস।
একক আবৃত্তি পরিবেশন করেন মিলি চৌধুরী, আয়েশা হক র্শিমু, প্রণব চৌধুরী, শ্রাবণী দাশগুপ্তা, বনকুসুম বড়–য়া, শাহেদুল ইসলাম, শাহরিয়ার তানজিম, ইকবাল হোসেন জুয়েল, অনির্বাণ চৌধুরী, পুনম দত্ত, মাসুম বিল্লাহ আরিফ, সৌরভ শর্মা, মিশু ভট্টাচার্য্য, অনন্যা চৌধুরী, সামিরা আক্তার আরজু, তামান্না আক্তার, পূজা মনি দাশ, সাদিয়া সুলতানা পুষ্পা।
বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের পাশাপাশি অনুষ্ঠানে বৃন্দ আবৃত্তি ‘বঙ্গবন্ধু অতঃপর বাংলাদেশ’ পরিবেশন করে বোধন আবৃত্তি পরিষদ এবং একুশ মানবিকতা ও আবৃত্তি চর্চা কেন্দ্র পরিবেশন করে বৃন্দ আবৃত্তি ‘আহ্বান’ ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট