চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

গানে গানে জনপ্রিয়তায় গীতা আচার্য্য

আশিক বন্ধু

২৭ জুলাই, ২০১৯ | ১:১৩ পূর্বাহ্ণ

‘সাম্পানওয়ালা’, সুজন বন্ধু, সাথী প্রেমে দিওয়ানাসহ অনেকগুলো জনপ্রিয় নাটক ও টেলিফিল্মে গান করে প্রশংসিত হয়েছেন কণ্ঠশিল্পী গীতা আচার্য্য। তার কণ্ঠে চট্টগ্রামের ভাষায় জনপ্রিয় হওয়া গান- ‘ন যাইও দুবাই’ গানটি চট্টগ্রামের মানুষের মুখে মুখে ফেরে এখনো। এত ব্যস্ততার মাঝেও প্রতিদিন রেওয়াজে বসেন গীতা। সব রুটিনমাফিক সেরে নেন তিনি। গীতি আচার্য্য বলেন, ‘ব্যস্ততা আছে বলেই জীবনটা সুন্দর। মানুষের ভালবাসায় মুগ্ধ হয়- সবই গানের কল্যাণে। ৯৬ সাল থেকে বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত শিল্পী তিনি। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের শুরু থেকে তালিকাভুক্ত। ৯৯ সালের দিকে জাহেদ ইলেক্ট্রনিক্স থেকে সনজিত আচার্য্যরে সুর সংগীতে ‘কালো মেয়ে’ অ্যালবামটি প্রকাশ হয়েছিল। তুমুল জনপ্রিয় হয়েছিল গানগুলো তখন। তারপর আলাউদ্দিন রেকর্ডিং থেকে আরেকটি একক অ্যালবাম প্রকাশ পেয়েছিল। গানের পাশাপাশি সংগঠনেও যুক্ত আছেন । লুসাই শিল্পী গোষ্ঠীর সাংস্কৃতিক সম্পাদিকা, চট্টগ্রাম শিল্পী কল্যাণ সংস্থার সদস্য, চাঁটগাইয়া নওজোয়ান ও এবি মিউজিক স্টেশন এর সদস্য তিনি। সব ব্যস্ততার মাঝে আগামীতে অডিও এবং মিউজিক ভিডিও নিয়ে নতুন করে ফিরতে চান তিনি। চট্টগামের ভাষার গান নিয়ে কাজ করার অনুভূতি জানিয়ে গীতা বলেন, ‘আমাদের চট্টগ্রামের ভাষা ও গান সারাবিশ্বে খুব জনপ্রিয়। তাছাড়া আমরা পারিবারিকভাবে চট্টগ্রামের গান নিয়ে সাধনা ও চর্চা করে যাচ্ছি দীর্ঘ বছর ধরে। অর্জন ও প্রাপ্তি কম নয়। জীবনে অনেক সম্মান পেয়েছি চট্টগ্রামের গান গেয়ে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট