চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

গুজবের বিরুদ্ধে তারকাদের ভিডিওবার্তা

নিজস্ব প্রতিবেদক

২৫ জুলাই, ২০১৯ | ৯:৩৭ অপরাহ্ণ

আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছে দেশ। এ আতঙ্ক ছড়ানোর মূলে রয়েছে নানা ধরনের গুজব। `ছেলেধরা’ গুজবে গেল কয়েক দিন সারাদেশে প্রায় ৩০ এর অধিক মানুষ খুন হয়েছেন। সারাদেশের মানুষ আতঙ্কিত এই বিষয়টি নিয়ে।

সেই সাথে ফেসবুকের মাধ্যমে সেসব গুজবে কান দিয়ে ঘটে যাচ্ছে অপরাধ। তাই যেকোন গুজবের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করতে নিজেদের উদ্যোগে এগিয়ে এলেন শোবিজ পাড়ার তারকারা।

নিজেদের উদ্যোগে প্রকাশ করলেন একটি ভিডিওবার্তা। পান্থ শাহরিয়ারের চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন পিকলু চৌধুরী। এতে অংশ নিয়েছেন চিত্রনায়ক রিয়াজ, সংগীতশিল্পী তাহসান, বেলাল খান, সিঁথি সাহা, অভিনয়শিল্পী তারিক আনাম খান, শতাব্দী, হিল্লোল, নাদিয়া, নওশীন, নাঈম, সাজু খাদেম, ইন্তেখাব দিনার, আবৃত্তিকার শিমুল মোস্তফা, মাসুদুজ্জামান ও নাট্যকার পান্থ শাহরিয়ার।

সচেতনামূলক এ ভিডিওটি নিয়ে নির্মাতা পিকলু চৌধুরী বলেন, ‘গুজবে কান দিয়ে কী রকম ক্ষতি হচ্ছে সেটা আমরা সবাই জানি। তাই সমাজিক দায়বদ্ধতা থেকে এই ভিডিওটি তৈরি করা। কারণ সবাই মিলে যে কোনও গুজব প্রতিরোধ জরুরী। ভিডিওটিতে যারা অংশ নিয়েছেন তাদের সবার কাছে কৃতজ্ঞ আমি।

মঙ্গলবার (২৩ জুলাই) বিকাল থেকে ভিডিওবার্তাটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়।

পূর্বকোণ/ তাসফিয়া

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট