চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

সুউচ্চ জিরাফ

আবু তাহের মুহাম্মদ

৩ মে, ২০১৯ | ১:২০ পূর্বাহ্ণ

সীসাময় শরীর বেয়ে বেয়ে নামে শুশুক
শরীর যেন প্রশান্তির প্রাণমন্দির
এতোদিন মিলেমিশে ছিলে ধুরন্ধর গাঙপক্ষী
একবার বৃক্ষছায়ায় খুলে দাও হলদে খোলস।

ট্রাম লাইন ধরে চলো হে প্রাজ্ঞময়
পাখ-পাখালির কোলাহলে রোদ ফোটে
গলে গলে পড়ে নাগরিক আখরোটহালুয়া
হৃদয় চিতিয়ে তার এপর হাঁটো দড়ির ব্যালেন্স।

সারি সারি দলছুট মেঘে মোমের আলো
ক্যান্ডেল ভোজ শকুনির মতো লক্ষ্যচূত অথবা নির্ভুল
খাবলে খাও মাংসল গ্রীবা সুউচ্চ জিরাফের
সিরাপের বোতলের মতো গড়িয়ে পড়ে সব বদান্যগাথা।

একটু তবু শরীর হালকা হোতো ……

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট