চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কাবেরী ও নিহার কদর বেশি ঈদে চাই মেহেদী রাঙা হাত

মরিয়ম জাহান মুন্নী

৪ জুন, ২০১৯ | ২:৩৯ পূর্বাহ্ণ

শুধু নতুন জামা আর জুতোতেই নয়। নিজেকে একটু বেশি সুন্দর করে তুলতে চাই একটু সাজগোজ আর মেহেদী রাঙা হাত। পছন্দনীয় পোশাকের সাথে লিপস্টিক, ফেস পাউডার, আই লাইনার, কাজল, আই শেডো, মাসকারা, মেকাপ ও রাঙা হতে নিজেকে সাজিয়ে তুলতে কম বেশি সব নারীই পছন্দ করে। গতকাল নগরীর বিভিন্ন শপিংমল, কাজী স্টোর, হাজী স্টোর ও ভিআইপি টাওয়ারের কসমেটিকের দোকানগুলো ঘুরে দেখা যায় প্রতিটি দোকানে কেনাকাটায় ব্যস্ত সময় পার করছে মেয়েরা। দোকানগুলোতে চলছে মেহেদী উৎসব। পাকিস্তানি কাবেরী, নিহা, লিজান, এলিট রাঙা মেহেদী, শাহাদাতী ও মমতাজসহ আছে বিভিন্ন ব্র্যান্ডের মেহেদী। তবে মেয়েদের আগ্রহ বেশি দেখা যায় পাকিস্তানি কাবেরী ও নিহা মেহেদীর নিয়ে। পাঁচ মিনিটেই রং হয় এমন মেহেদীতে ভরা দোকানগুলো। তবে কাবেরী মেহেদীর রং আসতে প্রায় একদিন সময় লাগে। তবু মেয়েদের আগ্রহ এই মেহেদীর উপর। কারণ এ মেহেদীর রং তুলোনামুলক অন্য ব্র্যান্ডের চেয়ে দীর্ঘস্থায়ী। আর রংও ন্যাচারাল। বাজারে এসব মেহেদী ৩০ টাকা থেকে ১০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। শবে বরাতের পর থেকেই চলছে ঈদের প্রস্তুতি। পোশাক কিনে সেলাই করতে দেওয়া, জুতোসহ বিভিন্ন প্রয়োজনিয় জিনিস কেনার পরই মেয়েরা সাজপ্রসাধনী কিনে থাকে।
কসমেটিক বিক্রেতারা বলেন, প্রায় বিশ রমজানের পর থেকে জমে উঠেছে কসমেটিকের দোকানগুলো। সারা মাস আমরা বসে থাকি। কিন্তু শেষের এ কয়দিনই বেচাকেনা হয়। মেয়েদের প্রসাধনীর মধ্যে লিপস্টিক, লিপ লাইনার, নেইল পালিশ, ফেস পাউডার, আই লাইনার, আই শেডো, মাসকারা, মেকআপ বক্স, শাম্পু, কনডিশনার, সাবান, টিপ, আইভ্রু পেনসিল, কাজল, চুলের ক্লিপ, চুলের কাটা, খোপা, বডি লোশন, মেহেদি টিউব, বডি স্প্রে, পারফিউম, চুড়ি, ঘড়ি, ফেসওয়াশ, সান স্ক্রিন, বডি লোশন, ফেস রিম, হেয়ার স্ট্রেটনার, মেকআপ রিমুভার, মশ্চারাইজার ও টোনার আছে। এসব প্রসাধনী ৩০ টাকা থেকে শুরু করে দুই হাজার টাকা দামেরও আছে। নানা ডিজাইনের কানফুল, গলার মালা ও চুড়ির চাহিদাও বেশি। দোকানগুলোতে এসব গহনা একশ টাকা থেকে পাঁচ হাজার টাকা দামেরও আছে। রিয়াজউদ্দিন বাজার আমতল এলাকার কাজী স্টোর এক নামে মেয়েদের কাছে পরিচিত। এখানে মেয়েদের ব্যবহারের সকল প্রসাধনী পাওয়া যায়। দেশি-বিদেশি নানান ব্র্যান্ডের কসমেটিক আছে এখানে। তাই মেয়েদের কাছে এদোকানটির একটি বিশ্বাস যোগ্যতা আছে। শুধু নারী কাস্টমার নয় এ দোকানটি ছেলেদের কাছেও কম জনপ্রিয় না। মেয়েদের প্রসাধনীর পাশাপাশি ছেলেদের সকল রকম প্রসাধনীও আছে। কানায় কানায় ভরা দোকানটিতে আছে পুরুষ ও নারীদের পছন্দের সবরকম প্রসাধনীসহ বিভিন্ন ব্যান্ডের বডি স্প্রে ও পারফিউম। এখানে প্রসাধনী কিনতে আসেন রাখি, পলি ও তাদের মা আছিয়া বেগম। তারা বলেন, ঈদের জন্য কসমেটিক কিনতে এসেছি। এখানে অনেক ভালো ভালো কসমেটিক পাওয়া যায়। ভারত, থাইল্যান্ড, পাকিস্তানসহ বিভিন্ন দেশের কসমেটিক পাওয়া যায়। তাই আমরা এখানের কসমেটিকই ব্যবহার করি। আবার মেহেদীর মধ্যে পাকিস্তানি নিহা, ও কাবেরি নামে দুইটা মেহেদী কিনেছি। এছাড়াও নগরীর সবগুলো কসমেটিকের দোকানে ছিল মেয়েদের ভিড়। ভিআইপি টাওয়ারের দোকানের কর্মচারি নাছির বলেন, ঈদ উপলক্ষে মেয়েরা সব রকম কসমেটিকই কিনছেন। তবে মেহেদীর কিনছে না এমন মেয়ে নেই। সবাই সব রকম কসমেটিকের সাথে মেহেদী কিনছেন। যেহেতু ঈদ তাই মেহেদীর চাহিদা মেয়েদের কাছে একটু বেশি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট