চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

ঝুলে থাকা গাড়ি উদ্ধার

৬ আগস্ট, ২০১৯ | ১:৪৪ পূর্বাহ্ণ

গাড়ি দুর্ঘটনা রাস্তার প্রায় নিয়মিত ঘটনা যেন। দুর্ঘটনার শিকার গাড়িকে রাস্তার পাশের খাদে, ব্রিজ ভেঙে নদীতে কিংবা সড়ক ছেড়ে ফুটপাতে, বাড়িঘরে, দোকানপাটেও উঠে যেতে শোনা যায়। কিন্তু তোমরা কেউ যদি শোনো যে গাড়ি ঝুলে আছে বিদ্যুতের তারে, পরে পুলিশ ও অগ্নিনির্বাপক দল এসে উদ্ধার করে নামিয়ে নিয়ে এসেছে জমিনে, সহজেই বিশ্বাস হবে কি? এমন খবরে বিস্মিত না হয়ে পারবে? মনে হয় না, কারণ দুর্ঘটনা বা যাই হোক না কেন, মাটি থেকে এত ওপরে একটি গাড়ি ঝুলে থাকা নিশ্চয়ই স্বাভাবিক ব্যাপার নয়। অবিশ্বাস্য হলেও এমন একটি বিস্ময়কর খবরই জানিয়েছে ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল।
গাড়িটি আসলেই দুর্ঘটনার শিকার নাকি অন্য কোনো কারণে তারে ঝুলে আছে, তা অবশ্য পরে জানা যায় পুলিশের কথাতেই।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট