চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

চীনা পণ্যে ফের শুল্ক বসানোর হুমকি ট্রাম্পের

৭ মে, ২০১৯ | ১২:৫৪ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : চীন থেকে আমদানিকৃত আরও ২০০ বিলিয়ন ডলার পণ্যের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গত শুক্রবার এক টুইটে ট্রাম্প বলেন, নির্দিষ্ট যেসব পণ্যের ওপর বর্তমানে ১০ শতাংশ হারে শুল্ক নেওয়া হয়, সেগুলোর হার বাড়িয়ে ২৫ শতাংশ করা হবে। ৩২৫ বিলিয়ন ডলারের যেসব পণ্য শুল্কমুক্ত সুবিধা পেত, সেগুলোকেও ২৫ শতাংশ হারে শুল্কের আওতায় আনা হবে।
ওই টুইটে ট্রাম্প বলেন, চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে, তবে তা খুবই ধীরগতিতে। তাই আর নয়। যদিও সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুই পক্ষের আলোচনা থেকে ধারণা করা হচ্ছেলো যে, একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছুতে চলেছে এই দুই দেশ। এর আগে চীন থেকে ২৫০ বিলিয়ন ডলার আমদানিতে শুল্ক বসায় যুক্তরাষ্ট্র।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রে ১১০ বিলিয়ন ডলার পণ্য আমদানি শুল্ক বসায় চীন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট