চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

মহাকাশে হাবল টেলিস্কোপ পাঠিয়েছিল পাকিস্তান!

৭ মে, ২০১৯ | ১২:৫৪ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেছেন, মহাকাশে যুক্তরাষ্ট্র নয় বরং পাকিস্তান হাবল টেলিস্কোপ পাঠিয়েছিল। এই মন্তব্যের জের ধরে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে ট্রল শুরু হয়ে গেছে।
রোববার জিও নিউজের ‘নয়া পাকিস্তান’ অনুষ্ঠানে ফাওয়াদ বলেন, ‘বিশ্বের সবচেয়ে বড় টেলিস্কোপ মহাকাশে পাঠিয়েছে সুপারকো (স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফেয়ার রিসার্চ কমিশন)
ওই টক শোতে মন্ত্রী বলেন, ‘বিশ্বের সবচেয়ে বড় টেলিস্কোপ হাবলকে মহাকাশে পাঠিয়েছিল সুপারকো, যেটিকে একটি স্যাটেলাইটে প্রতিস্থাপন করা হয়েছিল। পরে আরো স্যাটেলাইট ও বিভিন্ন ধরণের প্রযুক্তি পাঠানো হয়েছে।’
এই মন্তব্যের পরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ফাওয়াদকে নিয়ে রীতিমতো হাস্যরসের সৃষ্টি হয়েছে।
টুইটারে এক ব্যবহারকারী লিখেছেন, ‘নাসার প্রধান পদত্যাগ করতে পারেন এবং তিনি সুপারকোর প্রধান হিসেবে ফাওয়াদ চৌধুরীর মন্ত্রণালয়ে যোগ দিতে পারেন। আরেক ব্যবহারকারী লিখেছেন, এ ধরণের উদ্ভাবককে মহাকাশে পাঠিয়ে দেওয়া উচিৎ প্রধানমন্ত্রী ইমরান খানের।
প্রসঙ্গত, ১৯৯০ সালে যুক্তরাষ্ট্রের অর্থায়নে হাবল টেলিস্কোপ মহাকাশে পাঠিয়েছিল নাসা। এটি হচ্ছে মহাকাশে পৃথিবীর প্রথম টেলিস্কোপ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট