চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

অবতরণের সময় রুশ বিমানে আগুন : নিহত ৪১

নিজস্ব প্রতিবেদেক

৬ মে, ২০১৯ | ১১:২৫ পূর্বাহ্ণ

রাশিয়ার যাত্রীবাহী একটি বিমানে আগুন লেগে ৪১ জন আরোহী নিহত হয়েছেন। মস্কোর শেরেমেতেভো আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়েতে জরুরী অবতরণের সময় বিমানটিতে আগুন লেগে যায়। সুপারজেট ১০০ বিমানটি মস্কো থেকে মার্মানস্ক যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে বলে রাশিয়ার বিভিন্ন সংবাদ সংস্থাগুলো জানায়।

বিমানে ৭৮ জন যাত্রী ও ৫ জন কেবিন ক্রু ছিলেন।

রাশিয়ার শহর মারমান্‌স্কের শেরেমেতিয়েভো আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের সময় আচমকা আগুন লাগে সুখোই সুপারজেট বিমানের পিছনের অংশে। রাশিয়ার সরকারি টিভি চ্যানেলে প্রচারিত ভিডিয়ো ফুটেজে দেখা গিয়েছে, বিমানের লেজের উপর দিক থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে।
রানওয়েতে দাঁড়ানো বিমানটিতে এরপর দাউদাউ করে আগুনের শিখা জ্বলতে দেখা যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে দেখা যায়, আগুন লাগা একটি বিমান থেকে যাত্রীরা ইমারাজেন্সি এক্সিট রুট দিয়ে বেরিয়ে আসছেন।

বিমানটি শেরেমেতেভো বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এরপর পাইলট জরুরি অবতরণের জন্য বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে বার্তা পাঠান এবং শেরেমেতেভো বিমানবন্দরে জরুরি অবতরণ করেন।

আহত যাত্রীদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা সংকটজনক।

রাশিয়ার বিমান মন্ত্রণালয় জানিয়েছেন, দুর্ঘটনার কারণ অসুসন্ধান করার উদ্যোগ নেয়া হয়েছে।

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট