চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

আমেরিকা নিশ্চিত করল লাদেনপুত্র হামজার মৃত্যুর খবর

অনলাইন ডেস্ক

২৪ আগস্ট, ২০১৯ | ১২:৫৪ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা দাবি করছেন জঙ্গি গোষ্ঠী আল কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনের পুত্র হামজা বিন লাদেন নিহত হয়েছেন। তবে তিনি কোথায় ছিলেন অথবা কোন তারিখে নিহত হয়েছেন তা সুস্পষ্টভাবে জানা যায়নি। যুক্তরাষ্ট্র সরকারের এক অপারেশনে তিনি নিহত হয়েছেন বলে বলা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে প্রায় সব পশ্চিমা মিডিয়া। তবে আল কায়েদা বা সংশ্লিষ্ট কোনো গ্রুপ এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেয় নি।

আল কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের পুত্র হামজার মৃত্যু নিয়ে সন্দেহের কোনও অবকাশ নেই। মার্কিন প্রতিরক্ষা সচিব মার্ক এসপার হামজার মৃত্যু খবর নিশ্চিত করেছেন। সম্প্রতি এক সাক্ষাত্‍‌কারে হামজা বিন লাদেনের মৃত্যু নিয়ে তাকে প্রশ্ন করা হলে, তিনি হামজার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

গত জুলাই মাসের লাদেনপুত্র হামজা নিহত হওয়ার খবর ঘোষণা করে যুক্তরাষ্ট্র। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সাংবাদিকরা এ নিয়ে প্রশ্ন করলে, তিনিও বিষয়টি এড়িয়ে যান।

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতেই মার্কিন সরকার হামজার নামে আর্থিক পুরস্কার ঘোষণা করেছিল। ঘোষণায় বলা হয়েছিল, হামজা কোন দেশে, কোথায় রয়েছে সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দিতে পারলেই ১০ লক্ষ মার্কিন মিলিয়ন ডলার দেওয়া হবে।

পূর্বকোণ/মিজান

শেয়ার করুন